আন্তর্জাতিক গান্ধী শান্তি পুরস্কার ভারত সরকার কর্তৃক প্রদত্ত মহাত্মা গান্ধীর নামাঙ্কিত একটি বার্ষিক আন্তর্জাতিক পুরস্কার।
১৯৯৫ সালে মহাত্মা গান্ধীর ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে গান্ধীজির মতাদর্শের প্রতি শ্রদ্ধা জানাতে ভারত সরকার এই পুরস্কার চালু করে। অহিংসা ও অন্যান্য গান্ধীবাদী পদ্ধতিতে আর্থ-সামাজিক বা রাজনৈতিক পরিবর্তন সাধনের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতি এই পুরস্কার প্রদান করা হয়। এই পুরস্কারের নগদ অর্থমূল্য এক কোটি টাকা; সঙ্গে একটি স্মারক ও একটি মানপত্রও প্রদান করা হয়। জাতীয়তা, জাতি, ধর্মমত ও লিঙ্গ নির্বিশেষে এই পুরস্কার দেওয়া হয়।
ভারতের প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা, ভারতের প্রধান বিচারপতি এবং অপর দুই বিশিষ্ট ব্যক্তিত্বদের নিয়ে গঠিত একটি জুরি প্রতি বছর পুরস্কারপ্রাপকের নাম স্থির করেন।
বছর | নাম | দেশ | প্রাপকের বিবরণ |
---|---|---|---|
১৯৯৫ | জুলিয়াস নিয়েরেরে | তানজানিয়া | তানজানিয়ার প্রথম রাষ্ট্রপতি |
১৯৯৬ | এ. টি. এরিয়ারত্নে | শ্রীলঙ্কা | সর্বোদয় শ্রমদান আন্দোলনের প্রবর্তক |
১৯৯৭ | গেরহার্ড ফিসচার[১][২] | জার্মানি | জার্মান কূটনীতিবিদ, কুষ্ঠ ও পোলিও রোগ নির্মূল করার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পরিচিত। |
১৯৯৮ | রামকৃষ্ণ মিশন | ভারত | স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত সংস্থা, অনগ্রসর শ্রেণির মধ্যে সমাজকল্যাণমূলক কাজকর্ম, সহিষ্ণুতা ও অহিংসার আদর্শ প্রসারের জন্য পরিচিত। |
১৯৯৯ | বাবা আমতে[৩] | ভারত | বিশিষ্ট সমাজকর্মী |
২০০০ | নেলসন ম্যান্ডেলা | দক্ষিণ আফ্রিকা | দক্ষিণ আফ্রিকার প্রাক্তন রাষ্ট্রপতি |
গ্রামীণ ব্যাংক | বাংলাদেশ | শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী বাংলাদেশী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত সংস্থা। | |
২০০১ | জন হিউম[৪] | যুক্তরাজ্য | উত্তর আয়ারল্যান্ডের রাজনীতিবিদ |
২০০২ | ভারতীয় বিদ্যা ভবন | ভারত | ভারতীয় সংস্কৃতির প্রসারের জন্য স্থাপিত শিক্ষা ট্রাস্ট |
২০০৩ | ভাকল্যাভ হ্যাভেল | চেক প্রজাতন্ত্র | চেকোশ্লোভাকিয়ার শেষ রাষ্ট্রপতি ও চেক প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি |
২০০৪ | কোরেটা স্কট কিং | যুক্তরাষ্ট্র | মার্টিন লুথার কিং-এর বিধবা স্ত্রী |
২০০৫ | ডেসমন্ড টুটু[৫] | দক্ষিণ আফ্রিকা | দক্ষিণ আফ্রিকান ধর্মযাজক ও অধিকার আন্দোলন কর্মী |
২০১৩ | চান্দি প্রসাদ ভাট[৬][৭] | ভারত | পরিবেশবাদী, সামাজিক কর্মী ও চিপলো আন্দোলনের পথিকৃৎ |
২০১৪ | ইসরো[৮] | ভারত | ভারতীয় মহাকাশ সংস্থা |
২০১৫ | বিবেকানন্দ কেন্দ্র[৯] | ভারত | স্বামী বিবেকানন্দ এর মতাদর্শের উপর ভিত্তি করে গড়ে উঠা হিন্দু আধ্যাত্মিক সংগঠন। |
২০১৬ | অক্ষয় পত্র ফাউন্ডেশন | ভারত | অলাভজনক একটি দুপুরের খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে। |
সুলভ ইন্ট্যারন্যাশনাল | ভারত | মানবাধিকার, স্যানিটেশন, শিক্ষা, পরিবেশ রক্ষার আন্দোলনের সামাজিক সংগঠন। | |
২০১৭ | একক বিদ্যালয় | ভারত | ভারতের দুর্গম অঞ্চলে ও আদিবাসীদের শিক্ষা প্রদান করার জন্য। |
২০১৮ | ইয়োহেই সাসাকাওয়া[১০] | জাপান | কুষ্ঠ রোগ নির্মূলে ভারত ও বিশ্বব্যাপী তার অবদানের জন্য |
২০১৯ | কাবুস বিন সাইদ আল সাইদ[১১] | ওমান | গান্ধীর দেখানো অহিংস পদ্ধতিতে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তন সাধনের জন্য। |
২০২০ | শেখ মুজিবুর রহমান[১২] | বাংলাদেশ | গান্ধীর দেখানো অহিংস পদ্ধতিতে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তন সাধনের জন্য। |