গ্যাব্রিয়েল ক্রেমার | |
---|---|
![]() গ্যাব্রিয়েল ক্রেমার | |
জন্ম | ৩১শে জুলাই ১৭০৪ |
মৃত্যু | ৪ জানুয়ারি ১৭৫২ (বয়স ৪৭) |
জাতীয়তা | জেনেভান |
মাতৃশিক্ষায়তন | ইউনিভার্সিটির অব জেনেভা |
পরিচিতির কারণ | ক্রেমার'স রুল ক্রেমারস থিওরেম ফর অ্যালজেব্রেক কার্ভস ক্রেমার'স প্যারাডক্স |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | গণিত ও পদার্থবিদ্যা |
প্রতিষ্ঠানসমূহ | ইউনিভার্সিটি অব জেনেভা |
গাব্রিয়েল ক্রেমার (জুলাই ৩১, ১৭০৪ - জানুয়ারি ৪, ১৭৫২) সুইজারল্যান্ডীয় গণিতবিদ যিনি ১৭৫০ সালে বীজগণিতীয় বক্ররেখা-র উপর গবেষণা প্রকাশ করেন, এবং এতে রৈখিক সমীকরণের ব্যবস্থা সমাধানের একটি নিয়ম উপস্থাপন করেন। তার নামে এই নিয়মের নাম রাখা হয়েছে ক্রেমারের নিয়ম। তবে ম্যাকলরিন আগেই এই নিয়মটি সম্পর্কে জানতেন।
![]() |
জীবনী বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |