ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | গাব্রিয়েল তেওদোরো মার্তিনেলি সিলভা[১] | ||
জন্ম | [২] | ২৪ জুন ২০০১||
জন্ম স্থান | গুয়ারুলিয়োস, ব্রাজিল | ||
উচ্চতা | ১.৮৩ মিটার (৬ ফুট ০ ইঞ্চি)[৩] | ||
মাঠে অবস্থান | আক্রমণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | আর্সেনাল | ||
জার্সি নম্বর | ১১ | ||
যুব পর্যায় | |||
২০১০–২০১৪ | করিন্থিয়ান্স | ||
২০১৫–২০১৯ | ইতুয়ানো | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৮–২০১৯ | ইতুয়ানো | ১৭ | (৬) |
২০১৯– | আর্সেনাল | ৭১ | (১৬) |
জাতীয় দল‡ | |||
২০১৯– | ব্রাজিল অনূর্ধ্ব-২৩ | ৮ | (১) |
২০২২– | ব্রাজিল | ৬ | (০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ২৩:১০, ২৪ নভেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২২:১৫, ৫ ডিসেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
গাব্রিয়েল তেওদোরো মার্তিনেলি সিলভা (পর্তুগিজ: Gabriel Martinelli; জন্ম: ২৪ জুন ২০০১; গাব্রিয়েল মার্তিনেলি নামে সুপরিচিত) হলেন একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংল্যান্ডের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনাল এবং ব্রাজিল জাতীয় দল এর হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় এবং ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০১০–১১ মৌসুমে, মাত্র ১০ বছর বয়সে, ব্রাজিলীয় ফুটবল ক্লাব করিন্থিয়ান্সের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে মার্তিনেলি ফুটবল জগতে প্রবেশ করেছেন এবং পরবর্তীকালে ইতুয়ানোর যুব দলের হয়ে খেলার মাধ্যমে তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০১৮ সালে, ইতুয়ানোর মূল দলের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন; ইতুয়ানোর হয়ে দুই মৌসুমে সকল প্রতিযোগিতায় ৩৪ ম্যাচে ১০টি গোল করার পর ২০১৯–২০ মৌসুমে তিনি প্রায় ৭ মিলিয়ন ইউরোর বিনিময়ে ইংরেজ ক্লাব আর্সেনালে যোগদান করেছেন।
২০১৯ সালে, মার্তিনেলি ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দলের হয়ে ব্রাজিলের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। ব্যক্তিগতভাবে, মার্তিনেলি বেশ কিছু পুরস্কার জয়লাভ করেছেন, যার মধ্যে ২০১৯ কাম্পেওনাতো পাউলিস্তার সেরা নতুন খেলোয়াড়ের পুরস্কার জয় অন্যতম।[৪]
গাব্রিয়েল তেওদোরো মার্তিনেলি সিলভা ২০০১ সালের ১৮ই জুন তারিখে ব্রাজিলের গুয়ারুলিয়োসে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
মার্তিনেলি জাপানে অনুষ্ঠিত ২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য ২০২১ সালের জুলাই মাসে প্রকাশিত ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দলে স্থান পেয়েছেন।[৫][৬][৭]