গাব্রিয়েলা নুনেজ

গাব্রিয়েলা নুনেজ এনাবে হলেন হনডুরাসের কংগ্রেসওম্যান, বাজেট ও অর্থ কমিটির সভাপতি এবং অন্তর্বর্তীকালীন রবের্তো মিকেলেতির সরকারের অধীনে দুইবারের অর্থমন্ত্রী।[][] তিনি এর আগে ২০০৬-২০০৭ সালে কার্লোস ফ্লোরসের সরকারের অধীনে অর্থমন্ত্রী এবং ১৯৯৮–২০০২ সাল পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের সভাপতির পদে ছিলেন। ১৯৯৪-১৯৯৬ সাল পর্যন্ত তিনি ওয়াশিংটন ডিসির আইএডিবি-এর পরিচালনা পর্ষদে ছিলেন। ২০১০ থেকে ২০১১ সাল অবধি তিনি বিশ্বব্যাংক এবং আইএডিবি-র স্বতন্ত্র আন্তর্জাতিক পরামর্শক ছিলেন।

বেসরকারি ক্ষেত্রে তিনি ব্যাঙ্কো আটলান্টিদার ভাইস-প্রেসিডেন্ট ছিলেন এবং হন্ডুরাসের এসোসিয়েসিয়ান ডি ইনস্টিটিউসিওনস বানকারিয়াসের পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন। তিনি আন্তঃআমেরিকান মতবিনিময় সংস্থার সদস্য।

পটভূমি

[সম্পাদনা]

নুনেজ ১৯৮৪ সালে ইউনিভার্সিড ন্যাসিওনাল অটোনোমা দে হন্ডুরাস থেকে অর্থনীতিতে ডিগ্রি অর্জন করেছিলেন এবং ১৯৮৯ সালে নিউ ইয়র্ক ইউনিভার্সিটি অব নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক অর্থনীতিতে মাস্টার্সের জন্য ফুলব্রাইট বৃত্তি পেয়েছিলেন []

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Galería de Ministros"web.archive.org। জুলাই ১৫, ২০০৬। Archived from the original on জুলাই ১৫, ২০০৬। সংগ্রহের তারিখ মার্চ ৩০, ২০২১ 
  2. ""Enviar ante proyecto de presupuesto al CN será mi prioridad": Gabriela Núñez"La Tribuna (Spanish ভাষায়)। ২০০৯-০৬-৩০। ২০১০-১১-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০৭-১৩ 
  3. "Fulbrighters around the World"। Fulbright Academy। ২০১১-০৪-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০৭-১৩