![]() ২০২১ সালে কাস্ত্রোভিল্লি | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | গায়েতানো কাস্ত্রোভিল্লি | ||
জন্ম | ১৭ ফেব্রুয়ারি ১৯৯৭ | ||
জন্ম স্থান | মিনের্ভিনো মুর্জে, ইতালি | ||
উচ্চতা | ১.৭৬ মিটার (৫ ফুট ৯+১⁄২ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | ফিওরেন্তিনা | ||
জার্সি নম্বর | ১০ | ||
যুব পর্যায় | |||
২০০৬–২০০৮ | মিনের্ভিনো | ||
২০০৮–২০১৫ | বারি | ||
২০১৫–২০১৬ | → ফিওরেন্তিনা (ধার) | ||
২০১৭ | ফিওরেন্তিনা | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৫–২০১৭ | বারি | ১১ | (০) |
২০১৭– | ফিওরেন্তিনা | ৫৪ | (৮) |
২০১৭–২০১৯ | → ক্রেমোনেজে (ধার) | ৫২ | (৫) |
জাতীয় দল‡ | |||
২০১৭–২০১৮ | ইতালি অনূর্ধ্ব-২০ | ৬ | (২) |
২০১৮ | ইতালি অনূর্ধ্ব-২১ | ২ | (০) |
২০১৯– | ইতালি | ১ | (০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৭:৫৮, ২৪ মে ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৭:৫৮, ২৪ মে ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
গায়েতানো কাস্ত্রোভিল্লি (ইতালীয়: Gaetano Castrovilli; জন্ম: ১৭ ফেব্রুয়ারি ১৯৯৭) হলেন একজন ইতালীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইতালির পেশাদার ফুটবল লীগের শীর্ষ স্তর সেরিয়ে আ-এর ক্লাব ফিওরেন্তিনা এবং ইতালি জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় এবং বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন।[১]
২০১৭ সালে, কাস্ত্রোভিল্লি ইতালি অনূর্ধ্ব-২০ দলের হয়ে ইতালির বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ২ বছর যাবত ইতালির বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৯ সালে ইতালির হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ইতালির জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
গায়েতানো কাস্ত্রোভিল্লি ১৯৯৭ সালের ১৭ই ফেব্রুয়ারি তারিখে ইতালির মিনের্ভিনো মুর্জেতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।