গার্ডিয়ান অব রিলিজিয়ন অর্গানাইজেশন

গার্ডিয়ান অব রিলিজিয়ন অর্গানাইজেশন বা তানজিম হুররাস আদদীন ( আরবি: تنظيم حراس الدين ) হল আল-কায়েদার সাথে সংযুক্ত একটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী, যারা সিরিয়ার গৃহযুদ্ধে আসাদ সরকারের বিরুদ্ধে লড়াই করছে। গ্রুপের প্রধান আবু হুমাম আল শামি পূর্বে হায়াত তাহরির আল-শাম ও ২০১৩ থেকে ২০১৬ পর্যন্ত আল কায়েদার সিরীয় শাখা আল-নুসরা ফ্রন্টের সদস্য ছিলেন। সংগঠনটির শুরা কাউন্সিলের সদস্য আবু জিলবাব তুবাসি ও আবু খাদিজা আল উর্দুনি ২০১৬ সালে জাবহাতু ফাতাহ আল শাম আল-কায়েদা থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে জাবহাত ত্যাগ করেন।[]

গোষ্ঠীটি অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইকে প্রত্যাখ্যান করে। তবে ২০২০ সালের ১৭ জুন থেকে ২৬ জুন পর্যন্ত হায়াত তাহরির আল-শামের সাথে কিছু বিষয়ে উত্তেজনা তৈরি হয়।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Hummel, Kristina (২০১৮-০২-১৫)। "How al-Qa`ida Lost Control of its Syrian Affiliate: The Inside Story"Combating Terrorism Center at West Point (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১১-১৫ 
  2. "Guardians of Religion Organization"Wikipedia (ইংরেজি ভাষায়)। ২০২২-১০-১৮।