গার্ডেনার অব ইডেন | |
---|---|
![]() চলচ্চিত্রের পোস্টার | |
পরিচালক | কেভিন কনলি |
প্রযোজক | অ্যালেন বেইন লিওনার্দো ডিক্যাপ্রিও |
রচয়িতা | অ্যাডাম "টেক্স" ডেভিস |
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার | পল হাসলিঙ্গার |
চিত্রগ্রাহক | লিসা লিনৎজার |
সম্পাদক | পিট বোড্রো মাইকেল বেরেনবম |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | ভার্চুয়াল স্টুডিওজ |
মুক্তি |
|
স্থিতিকাল | ৮৮ মিনিট |
দেশ | মার্কিন যুক্তরাষ্ট্র |
ভাষা | ইংরেজি |
গার্ডেনার অব ইডেন (ইংরেজি: Gardener of Eden) হল কেভিন কনলি পরিচালিত ২০০৭ সালের মার্কিন হাস্যরসাত্মক নাট্যধর্মী চলচ্চিত্র। এটি কনলির পরিচালিত প্রথম চলচ্চিত্র। এটি প্রযোজনা করেছেন অ্যালেন বেইন ও লিওনার্দো ডিক্যাপ্রিও এবং রচনা করেছেন অ্যাডাম "টেক্স" ডেভিস। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন লুকাস হাস, এরিকা ক্রিস্টেনসেন ও জোভান্নি রিবিসি।[১]
গার্ডেনার অব ইডেন চলচ্চিত্রটির উদ্বোধনী প্রদর্শনী হয় ২০০৭ সালের ২৬শে এপ্রিল ট্রাইবেকা চলচ্চিত্র উৎসবে।
ট্রাইবেকা চলচ্চিত্র উৎসবে উদ্বোধনী প্রদর্শনীর পর দ্য হলিউড রিপোর্টার-এর এক পর্যালোচনায় বলে, "এর দৃঢ় সংকল্প বিস্ময় ও অন্ধকারাচ্ছন্নতা প্রশংসনীয়, কিন্তু সন্তোষজনক বা সংগতিপূর্ণ ভাব অর্জন করতে পারেনি।"[২]