গার্লফ্রেন্ড | |
---|---|
পরিচালক | করণ রাজদান |
প্রযোজক | পাম্মি বাওয়েজা |
রচয়িতা | করণ রাজদান |
শ্রেষ্ঠাংশে | ঈশা কোপিকর অমৃতা অরোরা |
সুরকার | ডাব্বু মল্লিক |
পরিবেশক | টি-সিরিজ |
মুক্তি | ১১ জুন ২০০৪ |
স্থিতিকাল | ১২০ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
গার্লফ্রেন্ড হচ্ছে ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত একটি নারী সমকামিতা-কাহিনী বিশিষ্ট ভারতীয় হিন্দি চলচ্চিত্র।[১] করণ রাজদানের পরিচালনায় চলচ্চিত্রটিতে ঈশা কোপিকর এবং অমৃতা অরোরা সমকামী মহিলা চরিত্রে অভিনয় করেছিলেন, এছাড়াও আরেকটি চরিত্রে ছিলেন আশীষ চৌধুরী। চলচ্চিত্রটির পরিচালক ছিলেন করণ রাজদান যিনি কাহিনীও লিখেছিলেন।[২]
তানিয়া আর স্বপ্না বান্ধবী কিন্তু তানিয়া মনে মনে স্বপ্নাকে ভালোবাসে যেটা স্বপ্না জানেনা, একদিন স্বপ্নার জীবনে রাহুল নামের একটি পুরুষ আসে, আর স্বপ্না তাকে ভালোওবেসে ফেলে তবে তানিয়ার এটা দেখে মেজাজ গরম হয়; এমনিতেই তানিয়া পুরুষদেরকে দেখতে পারেনা আবার স্বপ্নার জীবনে একজন পুরুষ এটা তানিয়ার মনকে হিংস্র করে তোলে, সে রাহুলকে খুন করতে যেয়ে একটি দুর্ঘটনা বশত নিজেই মারা যায়।