গালি | |
---|---|
পরিচালক | রমা চৌধারী |
প্রযোজক | এন আর দেসাই |
রচয়িতা | রমা চৌধারী |
শ্রেষ্ঠাংশে | করণ দেওয়ান নির্মলা ইয়াকুব কানহাইয়ালাল |
সুরকার | সাজ্জাদ হুসেন |
প্রযোজনা কোম্পানি | এন আর দেসাই প্রোডাকশনস |
মুক্তি | ১৯৪৪ |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
গালি বলিউডের একটি চলচ্চিত্র। এটি ১৯৪৪ সালে মুক্তি পেয়েছিল।[১] একটি সামাজিক চলচ্চিত্র, এর থিমটি নারীদের উপর অবিচার নিয়ে। পণ্ডিত ইন্দ্রের গানে সংগীতে ছিলেন সাজ্জাদ হুসেন। এতে অভিনয় করেছেন করণ দেওয়ান, নির্মলা, মঞ্জুলা এবং ইয়াকুব।[২]
চলচ্চিত্রটির অভিনেতা:[৩]