গিওর্গ ভন বেকেসি | |
---|---|
![]() ১৯৬১ সালে বেকেসি | |
জন্ম | গিওর্গী বেকেসি ৩ জুন ১৮৯৯ |
মৃত্যু | ১৩ জুন ১৯৭২ | (বয়স ৭৩)
নাগরিকত্ব |
|
শিক্ষা | বার্ন বিশ্ববিদ্যালয় |
পরিচিতির কারণ | ককলিয়া |
পিতা-মাতা |
|
পুরস্কার | চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯৬১) এএসএ স্বর্ণপদক (১৯৬১) |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | জৈবপদার্থবিদ্যা |
গিওর্গ ভন বেকেসি (হাঙ্গেরীয়: Békésy György, উচ্চারিত [ˈbeːkeːʃi ˈɟørɟ]; ৩ জুন ১৮৯৯ – ১৩ জুন ১৯৭২) একজন হাঙ্গেরিয়ান-মার্কিন পদার্থবিজ্ঞান ছিলেন।[১]
বেকেসি ১৮৯৯ সালের ৩ জুন হাঙ্গেরি রাজ্যের বুদাপেস্টে জন্ম গ্রহণ করেন। তার পিতা স্যান্ডোর বেকেসি ছিলেন একজন অর্থনৈতিক কূটনীতিক। তার মায়ের নাম পাওলা মাজালি। তিনি ছিলেন পরিবারের তিন সন্তানের মধ্যে প্রথম (গিওর্গি ১৮৯৯, লোলা ১৯০১ এবং মিকলস ১৯০৩)।
শব্দ তরঙ্গ ভিতরের কানে কীভাবে প্রবিষ্ট হয় তা আমাদের নিকট সহজবোধ্য করার ক্ষেত্রে বেকেসি বিশেষ অবদান রেখেছেন। তিনি ককলিয়া আংশিকভাবে অক্ষত রেখে মানুষের মৃতদেহের ভেতরের কানের ব্যবচ্ছেদ করার জন্য একটি পদ্ধতি তৈরি করেছিলেন।