ক্যাফ | |
---|---|
![]() | |
প্রতিষ্ঠিত | ১৯৫৯[১][২] |
সদর দপ্তর | কোনাক্রি, গিনি |
ফিফা অধিভুক্তি | ১৯৬২[১] |
ক্যাফ অধিভুক্তি | ১৯৬২ |
সভাপতি | বাউবা সাম্পিল[৩] |
সহ-সভাপতি | |
ওয়েবসাইট | www |
গিনিয় ফুটবল ফেডারেশন (Fédération Guinéenne de Football, ইংরেজি: Guinean Football Federation; এছাড়াও সংক্ষেপে জিএফএফ নামে পরিচিত) হচ্ছে গিনির ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ৩ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি একই বছরে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা ক্যাফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর গিনির রাজধানী কোনাক্রিতে অবস্থিত।
এই সংস্থাটি গিনির পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে গিনি জাতীয় চ্যাম্পিয়নশিপ এবং গিনি জাতীয় কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে গিনিয় ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন আন্তোনিও সুয়ারে এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন মৌরিস কোইভোগি।
অবস্থান | নাম |
---|---|
সভাপতি | আন্তোনিও সুয়ারে |
সহ-সভাপতি | মাথুরিন বাঙ্গুরা |
আমাদু দিয়াবি | |
সাধারণ সম্পাদক | মৌরিস কোইভোগি |
কোষাধ্যক্ষ | আবুবাকার সুমাহ |
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক | মামাদুবা কামারা |
প্রযুক্তিগত পরিচালক | সুলেমান চেরিফ |
ফুটসাল সমন্বয়কারী | ওসমান বেরেতে |
জাতীয় দলের কোচ (পুরুষ) | দিদিয়ের সিক্স |
জাতীয় দলের কোচ (নারী) | সেসিল কুরুমা |
রেফারি সমন্বয়কারী | আবুবাকার দুম্বুয়া |