গিল মার্কাস | |
---|---|
দক্ষিণ আফ্রিকার রিজার্ভ ব্যাংকের গভর্নর | |
কাজের মেয়াদ নভেম্বর, ২০০৯ – নভেম্বর, ২০১৪ | |
পূর্বসূরী | টিটো মবোনি |
উত্তরসূরী | লেসেতজা ক্যাগানিয়াগো |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা সঙ্ঘ | ১০ আগস্ট ১৯৪৯
প্রাক্তন শিক্ষার্থী | দক্ষিণ আফ্রিকা বিশ্ববিদ্যালয় |
গিল মার্কাস (জন্ম: আগস্ট ১০ আগস্ট ১৯৪৯) হলেন দক্ষিণ আফ্রিকার রিজার্ভ ব্যাংকের একজন প্রাক্তন গভর্নর। তিনি এই পদে অধিষ্ঠিত নবম ব্যক্তি এবং প্রথম ও একমাত্র নারী।[১]
মার্কাস দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে জন্মগ্রহণ করেছিলেন।[২][৩] তার দাদা-দাদি ছিলেন লিথুয়ানিয়া থেকে আসা ইহুদি অভিবাসী ; তার বাবা-মা দুজনেরই জন্ম দক্ষিণ আফ্রিকাতে।[৪]
তার বাবা-মা উভয়ই বর্ণবাদবিরোধী কর্মী এবং দক্ষিণ আফ্রিকার কমিউনিস্ট পার্টির (এসএসিপি) সদস্য ছিলেন। গিল এবং তার দুই বোন ও ভাইকে নিয়ে তারা ১৯৯৯ সালে নির্বাসিত হয়েছিলেন। ১৯৭৬ সালে তিনি পত্রযোগে দক্ষিণ আফ্রিকা বিশ্ববিদ্যালয় থেকে শিল্প মনোবিজ্ঞানে বি.কম. ডিগ্রি অর্জন করেছিলেন।[২][৩][৫] তিনি ১৯৭০ সালে এসএসিপি ও আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসে (এএনসি) যোগদান করেছিলেন এবং লন্ডনে নির্বাসিত এএনসির তথ্য ও প্রচার বিভাগের (ডিআইপি) হয়ে কাজ শুরু করেছিলেন। পরবর্তীকালে তিনি ডিআইপির সহ-সম্পাদক হন।