গিলগিত گلگت سارگن گـلیت | |
---|---|
শহর | |
![]() Gilgit is located in a broad valley | |
ডাকনাম: গিলিত | |
স্থানাঙ্ক: ৩৫°৫৫′১৫″ উত্তর ৭৪°১৮′৩০″ পূর্ব / ৩৫.৯২০৮৩° উত্তর ৭৪.৩০৮৩৩° পূর্ব | |
Country | ![]() |
প্রথম উল্লেখ | খ্রিস্টপূব ৩ শতক |
আয়তন | |
• মোট | ৫৭ বর্গকিমি (২২ বর্গমাইল) |
উচ্চতা[১] | ১,৫০০ মিটার (৪,৯০০ ফুট) |
জনসংখ্যা (1998) | |
• মোট | ২,১৬,৭৬০ |
• জনঘনত্ব | ৩,৮০০/বর্গকিমি (৯,৮০০/বর্গমাইল) |
Languages | |
• Official | Urdu, Shina[২] |
সময় অঞ্চল | PST (ইউটিসি+5) |
PIN | 1571 – 1xx[৩] |
এলাকা কোড | +943 |
ওয়েবসাইট | gilgit |
গিলগিত (উর্দু ভাষায়: گلگت) পাকিস্তানের গিলগিত-বালতিস্তান প্রদেশের রাজধানী শহর। একই সাথে এটি গিলগিত জেলার তেহসিল বা সদর দফতর। আদিতে এটি সার্গিন নামে পরিচিত ছিল। পরবর্তীতে এটি গিলিত নামে পরিচিতি পায়। এখনও স্থানীয় লোকেরা শহরটিকে সার্গিন-গিলিত নামে ডাকেন। স্থানীয় বুরুশাস্কি ভাষাতে এর নাম গিল্ত।
গিলগিত কারাকোরাম পর্বতমালার পাদদেশে সমুদ্র থেকে গড়ে ১৫০০ মিটার উচ্চতায় অবস্থিত। শহরের মধ্য দিয়ে গিলগিত নদ বয়ে গেছে। কারাকোরাম ও হিমালয়ে পর্বতারোহণের জন্য উত্তরাঞ্চলে যে দুইটি প্রধান কেন্দ্র আছে, তাদের মধ্যে গিলগিত একটি। অন্য কেন্দ্রটি হল স্কার্দু।
গিলগিত বিমানবন্দর এই দুর্গম এলাকার একমাত্র বিমানবন্দর।
বর্তমানে কোনো রেলপথ এই অঞ্চলে নেই। তবে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর এর অধীনে একটি রেলপথ দক্ষিণে অ্যাবোটাবাদ হতে শুরু হয়ে গিলগিত ছুঁয়ে উত্তরে চীন সীমান্তের খুঞ্জেরাব পাস পর্যন্ত সম্প্রসারিত হওয়ার পরিকল্পনা রয়েছে।
![]() |
পাকিস্তান বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |