গুগল কিপ

গুগল কিপ
গুগল কিপের অ্যান্ড্রয়েড সংস্করণ
গুগল কিপের অ্যান্ড্রয়েড সংস্করণ
উন্নয়নকারীগুগল
প্রাথমিক সংস্করণ২০ মার্চ ২০১৩; ১১ বছর আগে (2013-03-20)
অপারেটিং সিস্টেমঅ্যান্ড্রয়েড, আইওএস, ওয়েব
ওয়েবসাইটwww.google.com/keep/ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

গুগল কিপ (ইংরেজি: Google Keep) গুগলের ডেভেলপ করা নোট বা চিরকুট রাখার একটি অ্যাপ্লিকেশন। গুগল কিপ ২০১৩ সালের ২০ মার্চ অ্যান্ড্রয়েড ও আইওএস মোবাইল অপারেটিং সিস্টেম এবং ওয়েব অ্যাপ্লিকেশান হিসেবে অবমুক্ত করা হয়। ২০১৫ সালের মার্চ মাস পর্যন্ত এটি গুগল প্লে থেকে প্রায় ৫০ মিলিয়নেরও বেশি বার ডাউনলোড করা হয়েছে। 

বৈশিষ্ট্য সমূহ

[সম্পাদনা]

গুগল কিপে যে ফিচার বা বৈশিষ্ট্যগুলো আছে তা হলো কালার কোডিং নোট, ছবি রাখা, লিস্ট তৈরি করা, জিও-ফেন্সিং, নোট শেয়ার করা ও রঙের মাধ্যমে খোঁজা।[][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Why you should use google keep"Lifehacker.com। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০১৪ 
  2. "Google Keep now lets you share lists with friends and family, filter notes by attributes"venturebeat.com। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০১৪