গুচি বাইম Macrognathus pancalus | |
---|---|
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | Animalia |
পর্ব: | Chordata |
শ্রেণী: | Actinopterygii |
বর্গ: | Synbranchiformes |
পরিবার: | Mastacembelidae |
গণ: | Macrognathus |
প্রজাতি: | M. pancalus |
দ্বিপদী নাম | |
Macrognathus pancalus (F. Hamilton, 1822) | |
প্রতিশব্দ | |
Mastacembelus punctatus Cuvier, 1832[২] |
গুচি বাইম (বৈজ্ঞানিক নাম: Macrognathus pancalus)[৩] (ইংরেজি: Barred spiny eel) হচ্ছে Mastacembelidae পরিবারের Macrognathus গণের[৫][৬] একটি স্বাদুপানির মাছ।
গুচি বাইম মাছের দেহ বাইন মাছের মতো লম্বা ও কিছুটা চাপা। এরা লম্বায় ১৭.৫ সেমি পর্যন্ত হতে পারে।[৭]
গুচি বাইম অধিকাংশই সময় গলিত ও পচা খাবার খায়। এই প্রজাতির মাছ পানির তলদেশে কাদায় লুকিয়ে থাকতে পছন্দ করে। ছােট আকারের নদী, খাল, জলাধার, বিল, পুকুর এবং প্লাবন ভূমিতেই প্রচুর পাওয়া যায়। বর্ষকালে জালে প্রচুর পরিমাণে ধরা পড়ে। এরা পানির তলদেশে বসবাস করলেও ডিম পাড়ার সময় পানির উপরের চলে আসে। একটি স্ত্রীমাছ গড়ে ১২৯৬ থেকে ৩২৪৬ টি ডিম দেয়।[৭]
এই মাছ বাংলাদেশ, ভারত, পাকিস্তান দেশে পাওয়া যায়। মাছটি মৃদু স্রোতযুক্ত অগভীর পানিতে বাস করে এবং কখনও সমুদ্র পৃষ্ঠ থেকে ৩৬৬ মিটারের উপরে কোন স্থানে পাওয়া যায়।[৭]
বাণিজ্যিকভাবে এই মাছ বাংলাদেশে গুরুত্বপূর্ণ কম। এই মাছের দেহ পিচ্ছল ও শক্ত কাটা থাকায় হাত দিয়ে ধরা কঠিন। এ প্রজাতির মাছকে একুরিয়ামে ব্যবসায় কাজে লাগে।[৭]
আইইউসিএন বাংলাদেশ (২০০০) এর লাল তালিকা এর লাল তালিকা অনুযায়ী এই প্রজাতিটি এখনও হুমকির সম্মুখীন নয়।[৭]
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)
|আইএসবিএন=
এর মান পরীক্ষা করুন: invalid prefix (সাহায্য)।