গুঞ্জন সাক্সেনা: দ্য কারগিল গার্ল | |
---|---|
পরিচালক | শরণ শর্মা |
প্রযোজক | করণ জোহর জি স্টুডিওস হিরো যশ জোহর অপূর্ব মেহতা |
রচয়িতা | নিখিল মেহরোত্রা শরণ শর্মা |
শ্রেষ্ঠাংশে | জানহভি কাপুর পঙ্কজ ত্রিপাঠি অঙ্গদ বেদী |
সুরকার | জন স্টুয়ার্ট এডুরি অমিত ত্রিবেদী |
চিত্রগ্রাহক | মানুষ নন্দন |
সম্পাদক | নিতিন বাইদ |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | নেটফ্লিক্স |
মুক্তি |
|
স্থিতিকাল | ১১২ মিনিট[২] |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
গুঞ্জন সাক্সেনা: কারগিল গার্ল শরণ শর্মা পরিচালিত এবং ধর্ম প্রডাকশনস ও জি স্টুডিওর প্রযোজনা করা একটি ২০২০ সালের ভারতীয় হিন্দি ভাষার জীবনীসংক্রান্ত চলচ্চিত্র। এই চলচ্চিত্রে ভারতীয় বিমান বাহিনীর পাইলট গুঞ্জন সাক্সেনা হিসেবে জানহভি কাপুর(যুদ্ধক্ষেত্রে প্রথম ভারতীয় বিমান বাহিনীর মহিলা পাইলট হিসাবে),পঙ্কজ ত্রিপাঠি এবং অঙ্গদ বেদী সহকারী চরিত্রে অভিনয় করেছেন।[৩]
মূল চিত্রগ্ৰহণ ২০১৯ সালের ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল এবং অক্টোবরে শেষ হয়েছিল।[৪] করোনা মহামারীর কারণে, সিনেমাটি থিয়েটারে মুক্তি দেওয়া সম্ভব ছিল না যার কারণে নেটফ্লিক্সে মুক্তি দেওয়া হয়।এটি ২০২০ সালের ১২ই আগস্ট বিশ্বব্যাপী মুক্তি পায়।[১][৫][৬]
গল্পটি শুরু হয়েছিল ১৯৮৪ সালে যখন তরুণ গুঞ্জন সাক্সেনার তার বড় ভাই অঙ্কুমানের সাথে একটি ফ্লাইটে ভ্রমণ করে।এইসময় সে ককপিট ভ্রমণ করতে চায় কিন্তু অনুমতি না থাকায় তার ভাই নিষেধ করে,পরে একজন এয়ার হোস্টেস এর সহায়তায় গুঞ্জনকে ককপিটে নিয়ে যাওয়া হয়। এইসময় ককপিট দেখে সে দারুন উৎসাহিত হয় এবং তার মধ্যে পাইলট হওয়ার আকাঙ্ক্ষা ছড়িয়ে পড়ে।
লখনউ শহরে বড় হওয়া গুঞ্জনের ছোট থেকে ওড়ার স্বপ্ন। বাড়িতে মা আর দাদা তাতে আমল না দিলেও, গুঞ্জনের বাবা সেই স্বপ্নকে ডালপালা মেলার পূর্ণ সুযোগ দেন।এয়ারফোর্সে ঢোকার জন্য কঠোর পরিশ্রম করতে হয় গুঞ্জনকে। কিন্তু আসল লড়াই তার পরে। যেখানে পদে পদে তাঁকে মনে করিয়ে দেওয়া হতে থাকে, সে মেয়ে। লড়াইয়ের ময়দান তাঁর জন্য নয়। আর্মিতে যোগ দেওয়া দাদা পর্যন্ত বোনকে ‘গণ্ডি’ বুঝিয়ে দিতে থাকেন। এয়ারফোর্সের বেসে একদল ছেলের মাঝে একা গুঞ্জন যেন ভিনগ্রহের বাসিন্দা। যুদ্ধভূমিতে সহযোদ্ধাদের উদ্ধারের জন্য যখন তিনি যাচ্ছেন, তখনও তাঁকে বলা হচ্ছে, ‘ফিরে এসো, তোমার দ্বারা হবে না।’ কিন্তু যে একবার উড়তে শুরু করেছে, তাকে ফেরানো সহজ নয়। তিনি খাঁচা ভাঙবেন, তাঁর ইউনিফর্মে শৌর্য চক্র শোভা পাবে। এভাবেই কাহিনীটি এগিয়ে যায়...
গুঞ্জন সাক্সেনা: কারগিল গার্ল | ||||
---|---|---|---|---|
কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম | ||||
মুক্তির তারিখ | ৩ আগস্ট,২০২০[৮] | |||
শব্দধারণের সময় | ২০১৯ | |||
ঘরানা | ফিল্মের সাউন্ডট্র্যাক | |||
দৈর্ঘ্য | ২৫.২৪ | |||
ভাষা | হিন্দি | |||
সঙ্গীত প্রকাশনী | জি মিউজিক কোম্পানি | |||
অমিত ত্রিবেদী কালক্রম | ||||
| ||||
সঙ্গীত ভিডিও | ||||
ইউটিউবে গুঞ্জন সাক্সেনা - সম্পূর্ণ অ্যালবাম |
গানের তালিকা | |||
---|---|---|---|
নং. | শিরোনাম | গায়ক | দৈর্ঘ্য |
১. | "ভারত কি বেটি" | অরিজিৎ সিং | ৪:২০ |
২. | "আসমান দি পরী" | জ্যোতি নূরন | ৩:৫২ |
৩. | "ডরি টট্ট গাইয়ান" | রেখা ভরদ্বাজ | ৩:৫১ |
৪. | "ধুম ধাদাকা" | সুখবিন্দর সিং | ৩:১২ |
৫. | "রেখা ও রেখা" | নাকাশ আজিজ | ৩:৩৮ |
৬. | "মন কি দরি" | আরমান মালিক | ৩:৩৫ |
৭. | "মন কি দরি" (মহিলা সংস্করণ) | পলক মুছল | ২:৫৬ |
মোট দৈর্ঘ্য: | ২৫:২৪ |
২০২০ সালের ১৩ই মার্চ ছবিটি থিয়েটারে মুক্তির কথা ছিল। তবে, করোনা মহামারীজনিত কারণে ২০২০ এর এপ্রিলে মুক্তিটি স্থগিত করা হয়েছিল। নেটফ্লিক্স পরে চলচ্চিত্রটি পরিবেশন দায়িত্ব পায় এবং ২০২০ সালের ১২ই আগস্ট নেটফ্লিক্সে ছবিটির প্রিমিয়ার হয়।[১][৯][১০]