গুণ্ডে | |
---|---|
পরিচালক | আলী আব্বাস জাফর |
প্রযোজক | আদিত্য চোপড়া |
রচয়িতা |
|
শ্রেষ্ঠাংশে | রনবীর সিং অর্জুন কাপুর প্রিয়াঙ্কা চোপড়া ইরফান খান |
বর্ণনাকারী | ইরফান খান |
সুরকার |
|
চিত্রগ্রাহক | অসীম মিশ্র[১] |
সম্পাদক | রামেশ্বর এস. ভাগাত[১] |
প্রযোজনা কোম্পানি | |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৫২ মিনিট[৩] |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি বাংলা (ডাবিং)[৪] |
নির্মাণব্যয় | ₹ ৫১ কোটি [৫] |
আয় | প্রা. ₹১৩০.৯১ কোটি[৬] |
গুণ্ডে (হিন্দি: गुंडे, বাংলা: গুন্ডা) ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত একটি ভারতীয় একশন, ক্রাইম, থ্রিলার চলচ্চিত্র। পরিচালনা ও চিত্রনাট্য লিখেছেন আলী আব্বাস জাফর এবং প্রযোজনা করেছেন আদিত্য চোপরা। চলচ্চিত্রটিতে প্রধান চরিত্রসমূহে অভিনয় করেছেন রণবীর সিং, অর্জুন কাপুর ও প্রিয়াংকা চোপড়া এবং খলনায়ক হিসেবে অভিনয় করেছেন ইরফান খান।[১] চলচ্চিত্রটির কাহিনী নির্মিত হয়েছে ১৯৭০-এর দশকের সামাজিক চিত্র নিয়ে। ছবিতে বিক্রম ও বালা নামে দুজনকে দেখানো হয়েছে যারা বড় হয়ে কলকাতার সবচেয়ে শক্তিশালী মাফিয়াতে পরিনত হন।[৭] ছবিটি ২০১৪ সালে ১৪ই ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল।[২]
সমালোচকদের কাছ থেকে মিশ্র ইতিবাচক রিভিউ পেয়েছিল এবং বক্স-অফিসে ₹ ২৩ মিলিয়ন আয়ের ফলে এটি একটি বাণিজ্যিক সাফল্যের চলচ্চিত্র ছিল। ২০১৪ সালের বলিউডের ১০তম সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র হয়ে ওঠে। ছবিটি ৬০ তম ফিল্মফেয়ার পুরস্কারে সেরা অ্যাকশন জিতেছে এবং "তুনে মেরি এন্ট্রিয়ারে" গানটির জন্য সেরা কোরিওগ্রাফির জন্য মনোনীত হয়েছিল ।
বাংলা ভাষায়ও চলচ্চিত্রটি মুক্তি দেওয়া হয় এবং বাংলা সংস্করণের পূর্ণ সাউন্ডট্র্যাক বিন্যাস করেন সোহেল সেন। এছাড়া এই চলচ্চিত্রটি হবে ভারতের প্রথম চলচ্চিত্র যার প্রিমিয়ার ট্রেইলার দুবাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রয়েছে।[৮]
যুদ্ধজনিত অভিবাসন এবং মাফিয়া রাজের কয়লার অবৈধ বাজারজাতকরণের প্রভাব সম্পর্কে ছোটবেলায় তার বাবার কাছ থেকে শোনা গল্পের সংমিশ্রণ হিসেবে জাফর ছবিটিকে কল্পনা করেছিলেন। তিনি তার বাবার গল্পগুলি চরিত্রগুলির জন্য একটি পটভূমি হিসাবে ব্যবহার করে সিস্টেমের বিরুদ্ধে দুই বহিরাগতদের সংগ্রামের পরিণতির একটি গল্প হিসাবে চলচ্চিত্রটি লিখেছেন। কলকাতায় যাওয়ার আগে ২০১২ সালের ডিসেম্বরে মুম্বাইতে প্রধান ফটোগ্রাফি শুরু হয়েছিল , যেখানে ব্যাপক চিত্রগ্রহণ করা হয়েছিল। সাউন্ডট্র্যাকটি প্রযোজনা করেছেন সোহেল সেন এবং গানের কথা লিখেছেন ইরশাদ কামিল। এটি ছিল যশ চোপড়ার শেষ যশ রাজ ফিল্ম।
একাত্তরের মুক্তিযুদ্ধে বাবা-মাকে হারায় বিক্রম বোস ও বালা ভট্টাচার্য। প্রাণ বাঁচাতে ভারতে পাড়ি জমায় অনাথ এই দুই বাংলাদেশি। একসময় কিশোর অপরাধী হিসেবে নানা অপকর্মে জড়িয়ে পড়ে তারা। ক্রমেই অন্ধকার জগতের অপ্রতিদ্বন্দ্বী অপরাধী হয়ে ওঠে। কলকাতার নাইট ক্লাবের নর্তকী নন্দিতার প্রেমে পড়ে বিক্রম ও বালা। দুই প্রেমিকের কাণ্ডকারখানায় বিব্রত হলেও নন্দিতা একসময় দুজনের প্রতিই দুর্বল হয়ে পড়ে। বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন ঘটনাবলি সেলুলয়েডে তুলে ধরতে তার বাবার বাস্তব অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়েছেন তিনি। সত্তরের দশকের কলকাতার চিত্র ফুটিয়ে তুলতে পাত্র-পাত্রীদের সাজ-পোশাক ও আচরণে ব্যাপক পরিবর্তন আনতে হয়েছে। হিন্দিতে নির্মিত হলেও 'গুণ্ডে' ছবিতে পশ্চিমবঙ্গের বাঙালি সমাজের চিত্রটা তুলে ধরা হয়েছে।
না. | শিরোনাম | গানের কথা | সঙ্গীত | গায়ক | দৈর্ঘ্য |
---|---|---|---|---|---|
1. | "জশন-ই-ইশকা" | ইরশাদ কামিল | সোহেল সেন | জাবেদ আলী , শাদাব ফরীদি | 04:21 |
2. | "তুনে মারি এন্ট্রিয়ারে" | ইরশাদ কামিল | সোহেল সেন | বাপ্পি লাহিড়ী , কে কে , নীতি মোহন , বিশাল দাদলানি | 05:12 |
3. | "জিয়া" | ইরশাদ কামিল | সোহেল সেন | অরিজিৎ সিং | 04:43 |
4. | "আসসালাম-ই-ইশকুম" | ইরশাদ কামিল | সোহেল সেন | বাপ্পি লাহিড়ী, নেহা ভাসিন | 04:38 |
5. | "সাইয়ান" | সোহেল সেন | শহিদ মালিয়া | 04:16 | |
6. | "মন কুন্তো মওলা" | ইরশাদ কামিল | সোহেল সেন | আলতামাশ ফরীদি, শাদাব ফরীদি | 04:45 |
7. | "গুন্ডে" | আলী আব্বাস জাফর | সোহেল সেন | সোহেল সেন , কিঙ্গা রাইমস | 02:46 |
8. | "জশন-ই-ইশকার ছন্দ" | ইরশাদ কামিল | সোহেল সেন | শাদাব ফরিদি | 02:00 |
9. | "মন কুন্তো মওলা (শাস্ত্রীয়)" | ইরশাদ কামিল | সোহেল সেন | আলতামাশ ফরীদি, শাদাব ফরীদি | 05:10 |
10. | "তুনে আমার এন্ট্রিয়ারে - বাংলা সংস্করণ" | বাপ্পি লাহিড়ী , গৌতম সুস্মিত | সোহেল সেন | বাপ্পি লাহিড়ী, মোনালি ঠাকুর | 05:09 |
চলচ্চিত্রের প্রোডাকশন স্টুডিও প্রচারমূলক উদ্দেশ্যে বিভিন্ন ব্র্যান্ডের সাথে অংশীদারিত্ব করে পণ্যের একটি পরিসীমা প্রকাশ করেছে।[১০] সঙ্গীত এবং ট্রেলারগুলি এর বিপণনে সহায়তা করেছিল।[১১] ১২ ফেব্রুয়ারী ২০১৪ তারিখে গুন্ডে এর প্রিমিয়ার ছিল পুরো অভিনয় শিল্পীর উপস্থিতিতে।[১২] এটি ২৭০০টি স্ক্রিনে ১৪ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[১৩] চলচ্চিত্রটির একটি বাংলা-ডাব সংস্করণ পশ্চিমবঙ্গের কিছু শহরে মুক্তি পায়।[১৪]
পুরস্কার | শ্রেণী | প্রাপক | ফলাফল | রেফ. |
---|---|---|---|---|
বিগ স্টার এন্টারটেইনমেন্ট অ্যাওয়ার্ডস | মোস্ট এন্টারটেইনিং অ্যাকশন ফিল্ম | গুন্ডে | মনোনীত | |
অ্যাকশন ফিল্মে সবচেয়ে বিনোদনমূলক অভিনেতা – পুরুষ | রণবীর সিং | মনোনীত | ||
অর্জুন কাপুর | জিতেছে | |||
ফিল্মফেয়ার পুরস্কার | সেরা অ্যাকশন | শাম কৌশল | জিতেছে | |
সেরা কোরিওগ্রাফি | বস্কো-সিজার ("তুনে মারি প্রবেশিকা" গানের জন্য) | মনোনীত | ||
মির্চি মিউজিক অ্যাওয়ার্ডস | বছরের অ্যালবাম | গুন্ডে | মনোনীত | |
বছরের সেরা প্রোগ্রামার ও অ্যারেঞ্জার | সোহেল সেন ("তুনে আমার প্রবেশ" গানের জন্য) | মনোনীত | ||
গান ইঞ্জিনিয়ারিং অফ দ্য ইয়ার | বিজয় দয়াল , দীপেশ শর্মা ("তুনে মারি প্রবেশিকা" গানের জন্য) | মনোনীত | ||
আসন্ন বর্ষসেরা পুরুষ কণ্ঠশিল্পী | শাদাব ফরিদি ("জশন-এ-ইশকা" গানের জন্য) | মনোনীত | ||
প্রযোজক গিল্ড চলচ্চিত্র পুরস্কার | পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা | ইরফান খান | মনোনীত | |
স্ক্রিন পুরস্কার | সেরা কোরিওগ্রাফি | বস্কো-সিজার ("তুনে মারি প্রবেশিকা" গানের জন্য) | মনোনীত | |
স্টারডাস্ট পুরস্কার | সেরা অভিনেত্রী- থ্রিলার/অ্যাকশন | প্রিয়ঙ্কা চোপড়া | মনোনীত | |
সেরা অভিনেতা- থ্রিলার/অ্যাকশন | রণবীর সিং | মনোনীত | ||
অর্জুন কাপুর | মনোনীত | |||
শ্রেষ্ঠ গীতিকার | ইরশাদ কামিল ("তুনে আমার প্রবেশিকা" গানের জন্য) | মনোনীত | ||
ইরশাদ কামিল ("আসসালাম-ই-ইশকুম" গানের জন্য) | মনোনীত | |||
সেরা প্লেব্যাক গায়ক- পুরুষ | বিশাল দাদলানি , কে কে ("তুনে মারি প্রবেশিকা" গানের জন্য) | মনোনীত | ||
সেরা প্লেব্যাক গায়ক- মহিলা | নেহা ভাসিন ("আসসালাম-ই-ইশকুম" গানের জন্য) | মনোনীত |