গুদগুদি | |
---|---|
পরিচালক | বসু চ্যাটার্জী |
প্রযোজক | অশোক মিশ্র |
রচয়িতা | বসু চ্যাটার্জী ধার্মানান্দ জোশী |
শ্রেষ্ঠাংশে | অনুপম খের প্রতিভা সিনহা দেব মুখার্জী যুগল হংংসরাজ শাহরুখ খান প্রতিক্ষা লঙ্কার |
সুরকার | বাপ্পী লাহিড়ী |
চিত্রগ্রাহক | অজয় প্রভাকর |
সম্পাদক | সতিশ পাতানকার |
মুক্তি | ৪ এপ্রিল, ১৯৯৭ |
স্থিতিকাল | ১৬২ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
গুদগুদি ([Gudgudee - Tickle] ত্রুটি: {{Lang-xx}}: text has italic markup (সাহায্য)) এটি একটি ভারতীয় হিন্দি চলচ্চিত্র। ছবিটি পরিচালনা করেছেন বাসু চ্যাটার্জী এবং প্রযোজনা করেছেন অশোক মিশ্র। ছবিটিতে অভিনয় করেছেন অনুপম খের, প্রতিভা সিনহা, দেব মুখার্জী, যুগল হংসরাজ, প্রতিক্ষা লঙ্কার ও এবং একটি বিশেষ অতিথি চরিত্র হিসেবে আছেন শাহরুখ খান।
অজয় প্রসাদ বোম্বে (অধুনা মুম্বাই) আসে একটি বিয়ের নিমন্ত্রণ রক্ষা করতে। তার স্ত্রী ও ছেলে আসতে পারেনি অজয়ের সাথে। অজয়ের মূল সমস্যা সে ভীষন কল্পনাবিলাসী। অদ্ভুত, আজগুবি ভাবনা চিন্তা করে ও বাস্তবের সাথে মিলিয়ে হাসির খোরাক তৈরি করে থাকে প্রায়ই। রবি নামক এক ব্যক্তি অজয়কে নিয়ে আসে এক ফ্ল্যাটবাড়িতে যেখানে উল্টোদিকেই থাকে চাঁদনী, যে কিনা উঠতি অভিনেত্রী ও বিজ্ঞাপনের মডেল। অজয় তার প্রতি দুর্বল হয়ে পড়ে এবং তার কল্পনার ঘোড়দৌড় জন্ম দেয় অনাবিল হাসির।