গুপ্তধনের সন্ধানে | |
---|---|
![]() গুপ্তধনের সন্ধানে চলচ্চিত্রের পোস্টার | |
পরিচালক | ধ্রুব বন্দ্যোপাধ্যায় |
প্রযোজক | মহেন্দ্র সোনি শ্রীকান্ত মোহতা |
রচয়িতা | ধ্রুব বন্দ্যোপাধ্যায় শুভেন্দু দাশমুন্সি |
শ্রেষ্ঠাংশে | আবীর চট্টোপাধ্যায় অর্জুন চক্রবর্তী ইশা সাহা রজতাভ দত্ত অরিন্দম শীল |
সুরকার | বিক্রম ঘোষ[১] |
চিত্রগ্রাহক | সৌমিক হালদার |
সম্পাদক | সঞ্জীব কুমার দত্ত |
প্রযোজনা কোম্পানি | |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৩৩ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
গুপ্তধনের সন্ধানে হল ২০১৮ সালের ২৭ এপ্রিল মুক্তিপ্রাপ্ত একটি বাংলা অ্যাকশন, অ্যাডভেঞ্চার ও রহস্যধর্মী চলচ্চিত্র। ধ্রুব বন্দ্যোপাধ্যায় স্বরচিত কাহিনি অবলম্বনে এই ছবিটি পরিচালনা করেন এবং শ্রীকান্ত মোহতা ও মহেন্দ্র সোনি শ্রীবেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে ছবিটি প্রযোজনা করেন।
এই ছবিটি মুক্তি পাওয়ার আগে বাংলা ভাষায় প্রধানত ফেলুদা ও ব্যোমকেশ বক্সী চরিত্র দু’টিকে নিয়েই গোয়েন্দা কাহিনি-ভিত্তিক চলচ্চিত্র নির্মিত হয়েছিল। এই ছবিটির মাধ্যমে সোনাদা চলচ্চিত্র ধারাবাহিকের সূচনা ঘটে। সমগ্র ধারাবাহিকটিকে ইন্ডিয়ানা জোনস ও ন্যাশানাল ট্রেজার চলচ্চিত্র ধারাবাহিক দু’টির সঙ্গে তুলনা করা হয়।[২]
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক সুবর্ণ সেন ওরফে সোনাদা (আবীর চট্টোপাধ্যায়) বেশ কয়েক বছর বিদেশে শিক্ষকতা করার পর ভারতে ফিরেছেন। তার ভাইপো আবীর (অর্জুন চক্রবর্তী) ও আবীরের ঘনিষ্ঠ বান্ধবী ঝিনুক (ইশা সাহা) তার সঙ্গে দেখা করেন। আবীর সোনাদা ও ঝিনুককে নিয়ে যায় মণিকান্তপুরে তাদের পৈতৃক ভিটেয়। সেখানে কিছুদিন আগে আবীরের পাগলাটে অথচ সুপণ্ডিত মামা হরিনারায়ণ সিংহ রায় রহস্যজনক পরিমণ্ডলের মধ্যে মারা গিয়েছিলেন। মণিকান্তপুরে পৌঁছে তারা জানতে পারেন, মুঘল সম্রাট শাহজাহানের দ্বিতীয় পুত্র শাহ সুজার ৩৫০ বছরের পুরনো রত্নভাণ্ডার সেই প্রাসাদোপম বাড়িরই কোথাও লুকানো আছে। মৃত্যুর আগে হরিনারায়ণ তার ডায়েরিতে সেই গুপ্তধনের সন্ধান একটি সংকেতের মাধ্যমে দিয়ে গিয়েছিলেন, যাতে আবীর সেটি খুঁজে বের করতে পারে। সেই সঙ্গে তারা এও জানতে পারে যে স্থানীয় প্রোমোটার তথা আগামী নির্বাচনের প্রার্থী দশাননদাও (রজতাভ দত্ত) সেই গুপ্তধনের খবর জানে এবং সেটি চুরি করতে চায়।[২][৩][৪][৫][৬]
ছবিটির পরিচালক হলেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। তিনি ও শুভেন্দু দাশমুন্সি ছবিটির গল্প রচনা করেন।[৮][৯] পরিচালক দীর্ঘদিন ধরেই একটি সোনাদা ফ্র্যাঞ্চাইজের পরিকল্পনা করছিলেন। এই ধারাবাহিকের তিনটি গল্প ইতিমধ্যেই লেখা হয়ে গিয়েছে। শিশুকিশোরদের উপযোগী একটি গোয়েন্দা চলচ্চিত্র ধারাবাহিক নির্মাণের পরিকল্পনা করলেও তিনি গল্প ও ছবির অংশ হিসেবে ঐতিহাসিক ঘটনাবলি অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেন।[৮] ২০১৭ সালের ডিসেম্বর মাসের শেষ দিকে ছবির শ্যুটিং শুরু হয়। কলকাতা ও বোলপুরের বিভিন্ন জায়গায় ছবিটি শ্যুট করা হয়।[৮]
২০১৮ সালের ২৭ মার্চ ছবির ট্রেলার প্রকাশিত হয়[১০] এবং ওই বছরই ২৭ এপ্রিল ছবিটি মুক্তিলাভ করে।[১১]
গুপ্তধনের সন্ধানে[১২] | |
---|---|
কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম | |
মুক্তির তারিখ | ২০০৮ |
শব্দধারণের সময় | ২০০৮ |
স্টুডিও | এসভিএফ স্টুডিওজ |
ঘরানা | ফিচার ফিল্ম সাউন্ডট্র্যাক |
দৈর্ঘ্য | ০৫:২৬ |
সঙ্গীত প্রকাশনী | এসভিএফ মিউজিক |
প্রযোজক | |
গুপ্তধনের সন্ধানে থেকে একক গান | |
|
নং. | শিরোনাম | গীতিকার | সুরকার | শিল্পী | দৈর্ঘ্য |
---|---|---|---|---|---|
১. | "গুপ্তধনের হিস্ট্রি র্যাপ[১২]" | শুভেন্দু দাশমুন্সি | বিক্রম ঘোষ | বিক্রম ঘোষ | ০২:৪৫ |
২. | "রাঙিয়ে দিয়ে যাও[১৩]" | রবীন্দ্রনাথ ঠাকুর | রবীন্দ্রনাথ ঠাকুর | ইমন চক্রবর্তী | ০২:৪১ |
গুপ্তধনের সন্ধানে বক্স অফিসে বিরাট সাফল্য অর্জন করে।[১৪] আনন্দবাজার পত্রিকা ছবিটিকে ১০-এর মধ্যে ৬ রেট দেয়।[১৫] দ্য ফার্স্ট পোস্ট ছবিটিকে ৫-এর মধ্যে ৩ রেট দিয়ে ছবিটির সরল উপস্থাপনার প্রশংসা করে।[৫]
২০১৯ সালে ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় এই ছবির সিক্যোয়েল দুর্গেশগড়ের গুপ্তধন মুক্তির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই ছবিটিতেও মুখ্য চরিত্রে আবীর চট্টোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী ও ইশা সাহা অভিনয় করবেন।[১৪][১৬]