কনকাকাফ | |
---|---|
প্রতিষ্ঠিত | ১৯১৯[১] |
সদর দপ্তর | গুয়াতেমালা সিটি, গুয়াতেমালা |
ফিফা অধিভুক্তি | ১৯৪৬[১] |
কনকাকাফ অধিভুক্তি | ১৯৬১[২] |
সভাপতি | হেরার্দো পাইজ |
সহ-সভাপতি | |
ওয়েবসাইট | www |
গুয়াতেমালা জাতীয় ফুটবল ফেডারেশন (স্পেনীয়: Federación Nacional de Fútbol de Guatemala, ইংরেজি: National Football Federation of Guatemala; এছাড়াও ফেদেফুত গুয়াতে, ফেনাফুটজি এবং সংক্ষেপে টেমপ্লেট নামে পরিচিত) হচ্ছে গুয়াতেমালার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯১৯ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ২৭ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে। অতঃপর ২০১৬ সালের ২৮শে অক্টোবর তারিখে সংস্থাটির সকল কার্যক্রম ফিফা দ্বারা স্থগিত করা হয়েছিল, তবে সংস্থার সাধারণীকরণ কমিটি সম্পূর্ণরূপে কার্যকরী হওয়ার পরে ২০১৮ সালের ৩১শে মে তারিখে এই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছিল।[৩][৪] অন্যদিকে, প্রতিষ্ঠার ৪২ বছর পর ১৯৬১ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা কনকাকাফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর গুয়াতেমালার রাজধানী গুয়াতেমালা সিটিতে অবস্থিত।
এই সংস্থাটি গুয়াতেমালার পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে গুয়াতেমালান জাতীয় ফুটবল লীগ, গুয়াতেমালান নারী জাতীয় ফুটবল লীগ এবং কোপা দে গুয়াতেমালার মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে গুয়াতেমালা জাতীয় ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন হেরার্দো পাইজ এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন উইলিয়াম মার্তিনেজ।
অবস্থান | নাম |
---|---|
সভাপতি | হেরার্দো পাইজ |
সহ-সভাপতি | কার্লোস ফের্নান্দেজ |
ভিক্তোর গার্সিয়া | |
সাধারণ সম্পাদক | উইলিয়াম মার্তিনেজ |
কোষাধ্যক্ষ | হুয়ান কার্লোস বারাগান |
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক | আলেক্স আরগুয়েতা |
প্রযুক্তিগত পরিচালক | কার্লোস এস্ত্রাদা |
ফুটসাল সমন্বয়কারী | এক্তোর আরাগোন |
জাতীয় দলের কোচ (পুরুষ) | আমারিনি ভিয়াতোরো |
জাতীয় দলের কোচ (নারী) | বেনিয়ামিন মোন্তেরোসো |
রেফারি সমন্বয়কারী | হোসে লুইস কামার্গো |