গুরজিয়ান گرزیوان | |
---|---|
জেলা | |
আফগানিস্তানে অবস্থান[১] | |
স্থানাঙ্ক: ৩৫°৩৮′ উত্তর ৬৫°১৭′ পূর্ব / ৩৫.৬৩° উত্তর ৬৫.২৮° পূর্ব | |
দেশ | ![]() |
প্রদেশ | ফারিয়ব প্রদেশ |
আয়তন | |
• মোট | ১,৮৭৫ বর্গকিমি (৭২৪ বর্গমাইল) |
জনসংখ্যা (২০০৯)[২] | |
• মোট | ৫৪,৬০০ |
গুরজিয়ান আফগানিস্তানের ফারিয়ব প্রদেশের একটি জেলা। ২০০৫ সালে বিলচিরগড় এর অংশ হিসেবে জেলাটি গঠন করা হয়েছিল।
২০১৪ সালের ২৪ এপ্রিল ও ৭ মে ২০১৪ তারিখের ভারী বৃষ্টিপাতের ফলে বন্যার সৃষ্টি হয়ে জনসাধারণের ব্যাপক ক্ষয়ক্ষতি, রাস্তা নষ্ট এবং কৃষিক্ষেত্রে জমির ধ্বংসপ্রাপ্ত হয়। জার কালা, গাবাকি, দেহমিরান, পাকহলস, ছাগহাটক, দংকলা, দারেজং, সর চকান এবং কালে ভোজা গ্রামের মধ্যে প্রায় ৫৪টি পরিবারের ক্ষতি সাধিত হয়, যার মধ্যে ১ জন মারা যান, ২8টি প্রাণহানি হয়, ২,০০০ বাগান ক্ষতিগ্রস্ত হয় এবং ১০০০ ফলিত কৃষি জমি ক্ষতিগ্রস্ত / ধ্বংসগ্রস্থ হয়।[৩]
![]() |
আফগানিস্তানের ফারিয়ব প্রদেশের অবস্থান বিষয়ক বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |