গুরমিত কৌর

গুরমিত কৌর রাই (জন্ম ২০শে জুন, ১৯৭০) ভারতের একজন অবসরপ্রাপ্ত মহিলা বর্শা নিক্ষেপকারী । তার ব্যক্তিগত সেরা থ্রোটি হল (৫৮.৬৪ মিটার), যা ২০০০ সালে ১৭ই জুলাই বেঙ্গালুরুতে নিক্ষেপ করেন। ২০১৪ সালে অন্নু রানী তার রেকর্ডটি ভঙ্গ করেন। [] গুরমিত ২০০০ গ্রীষ্মকালীন সিডনি অলিম্পিকে ভারতের হয়ে বর্শা নিক্ষেপ ক্রীড়াতে প্রতিনিধিত্ব করেন। ক্রীড়াবিদ রূপে তার সাফল্যের জন্যে তিনি ভারতের সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার অর্জুন পুরস্কার লাভ করেছেন।

আন্তর্জাতিক প্রতিযোগিতা

[সম্পাদনা]
বছর প্রতিযোগিতা ঘটনাস্থল স্থান নোট
প্রতিনিধিত্ব  ভারত
1998 এশিয়ান চ্যাম্পিয়নশিপ Fukuoka, Japan তৃতীয় ৫৫.৩৫ মিটার
১৯৯৮ এশিয়ান গেমস ব্যাঙ্কক,থাইল্যান্ড তৃতীয় ৫৯.০০ মিটার
১৯৯৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপ সেভিল,স্পেন ২৬ তম ৫১.৯৭ মিটার
২০০০ এশিয়ান চ্যাম্পিয়নশিপ জাকার্তা,ইন্দোনেশিয়া দ্বিতীয় ৫৫.৬৫ মিটার
২০০০ গ্রীষ্মকালীন অলিম্পিক সিডনি,অস্ট্রেলিয়া ৩২ তম ৫২.৭৮ মিটার
২০০৩ আফ্রো-এশিয়ান গেমস হায়দ্রাবাদ,ভারত দ্বিতীয় ৫৩.৩৭ মিটার
২০০৪ দক্ষিণ এশীয় গেমস ইসলামাবাদ,পাকিস্তান দ্বিতীয় ৫১.২৭ মিটার
২০০৬ দক্ষিণ এশীয় গেমস কলম্বো,শ্রীলঙ্কা তৃতীয় ৪৬.৪৫ মিটার

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Annu Rani rewrites javelin record"The Hindu। ৭ জুন ২০১৪। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১৪