ধরন | প্রাইভেট |
---|---|
শিল্প | ইন্টারনেট সার্ভিস মার্কেটপ্লেস ওয়ার্কফোর্স ম্যানেজমেন্ট ক্রাউডসোর্সিং |
প্রতিষ্ঠাকাল | পিট্সবার্গ, পেনসিলভেনিয়া, যুক্তরাষ্ট্র ১৯৯৮ |
প্রতিষ্ঠাতা | ইন্দার গুগলানি |
সদরদপ্তর | পিট্সবার্গ, পেনসিলভেনিয়া |
ওয়েবসাইট | Guru.com |
অ্যালেক্সা অবস্থান | ৭০৯১ (ফেব্রুয়ারি ১৯, ২০২০[হালনাগাদ])[১] |
---|
গুরু.কম হলো মুক্তপেশাজীবী বা ফ্রিল্যান্সারদের জন্য অনলাইন মার্কেটপ্লেস্ বা মুক্তবাজার।[২] এটি মুক্তপেশাজীবীদেরকে কমিশনের ওপর তাদেরকে কাজ খুঁজে পেতে অনুমোদন দিয়ে থাকে। এটি ইমুনলাইটার.কম হিসেবে ১৯৯৮ সালে পেনসিলভানিয়ার পিট্সবার্গে প্রতিষ্ঠিত হয়। এর সদরদপ্তরও পিটসবার্গে অবস্থিত।
১৯৯৮ সালে emoonlighter.com হিসেবে এটি প্রতিষ্ঠা লাভ করে। পরবর্তীতে গুরু ইনক্ নামে ১৯৯৯ সালে এটি তার নাম পরিবর্তন করে নতুনভাবে যাত্রা শুরু করে। কোম্পানিটি সান ফ্রান্সিসকোতে অনলাইন ক্লিয়ারিং হাউস হিসেবে দুই ভাই জন ও জেমস স্লাভেটের দ্বারা পরিচালিত হতো।[৩][৩][৪]
২০০১ সালের মে মাসে ফ্লোরিডার স্টাফিং কোম্পানি স্পেরিওন এর সাবেক সিইও রে মার্সি গুরু ইনক্ এর সিইও হন্। তিনি নতুন সফটওয়্যার ডেভেলপ করার জন্য জানজ ও কম্পিউটার প্রকৌশলী ডান ক্রো কে নিয়োগ দেন।[৫][৬] গুরু ডট কম থেকে ফিক্সড প্রাইস ও আওয়ারলি- উভয় প্রকারের প্রজেক্ট পাওয়া যায়। গুরু ডটকম থেকে অর্থ উত্তোলনের জন্য পেপাল, পেওনিয়ার ও ব্যাংক ট্র্যান্সফার পদ্ধতি ব্যবহার করতে হয়[৭]
ইউনিক্রু গুরু ডট কম (guru.com) ডোমেন নেম ও লোগো eMoonlighter.com কে বিক্রি করে দেয় এবং পরবর্তীতে গুরু ডট কম হিসেবেই আত্মপ্রকাশ করে।