গুরুশরণ কাউর ਗੁਰਸ਼ਰਨ ਕੌਰ | |
---|---|
ভারতীয় প্রধানমন্ত্রীর দাম্পত্যসঙ্গী | |
কাজের মেয়াদ ২২ মে ২০০৪ – ২৬ মে ২০১৪ | |
পূর্বসূরী | শিলা গুজরাল |
উত্তরসূরী | যশোদাবেন মোদি |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | চাকওয়াল, পাঞ্জাব, ব্রিটিশ ভারত (বর্তমান পাঞ্জাব, পাকিস্তান) | ১৩ সেপ্টেম্বর ১৯৩৭
রাজনৈতিক দল | স্বতন্ত্র |
দাম্পত্য সঙ্গী | মনমোহন সিং |
সন্তান | ৩ |
ধর্ম | শিখ |
গুরুশরণ কাউর (গুরুমুখী: ਗੁਰਸ਼ਰਨ ਕੌਰ) (জন্ম ১৩ সেপ্টেম্বর ১৯৩৭) ছিলেন ভারতের ত্রয়োদশ প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের স্ত্রী।[১]
গুরুশরণ জন্মেছিলেন ১৯৩৭ সালে। তার বাবার নাম চত্বর সিং গুজরাল ও মায়ের নাম ভগবন্তী কাউর। তার বাবা ছিলেন বার্মা-শেলের একজন প্রকৌশলী। গুরুশরণরা ছয় ভাইবোন ছিলেন।
গুরুশরণ দিল্লির শিখ সম্পরদায়ের মাঝে কীর্তন গাওয়ার জন্য পরিচিত ছিলেন। তিনি জলন্ধর রেডিওতে কীর্তন পরিবেশন করেছেন।[২]
২০০৪ সালে মনমোহন সিং ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলে তিনি তার সাথে বিদেশ সফর করেছেন। তিনি প্রচারের আলোয় নিজেকে কখনো আনেন নি।
তাদের তিন কন্যা উপিন্দর কাউর, দমন কাউর ও অমৃত কাউর প্রত্যেকে কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত।[৩] উপিন্দর কাউর দিল্লি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক। তিনি ছয়টি বই রচনা করেছেন।[৪] দমন সিং দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজ ও গুজরাটের ইন্সটিটিউট অব রুরাল ম্যানেজমেন্ট থেকে স্নাতক করেছেন। তিনি নাইন বাই নাইন ও দ্য লাস্ট ফ্রন্টিয়ার: পিপল অ্যান্ড ফরেস্ট ইন মিজোরাম গ্রন্থের প্রণেতা।[৫] তাদের আরেক কন্যা অমৃত সিং একজন আইনজীবী। তিনি আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের সাথে যুক্ত আছেন।[৬]