গুলদস্তা হলো ২০২০ সালের একটি ভারতীয় বাংলা ভাষার নাট্য চলচ্চিত্র, যা পরিচালনা করেছেন অর্জুন দত্ত।[১][২] এতে অভিনয় করেছেন অর্পিতা চট্টোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়, দেবযানী চট্টোপাধ্যায় এবং অনুভব কাঞ্জিলাল। চলচ্চিত্রটি পূজার ছুটিতে ২১ অক্টোবর ২০২০-এ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল।[৩]
গুলদাস্তা[৪] একটি নারী-কেন্দ্রিক চলচ্চিত্র, এবং তিনটি প্রধান নারী চরিত্রকে ঘিরে গল্পটি আবর্তিত হয়। শ্রীরূপা, রেনু এবং ডলি এই তিনজনের জীবন যাত্রা গুলদাস্তাতে চিত্রিত হয়েছে। গল্পের ভিত এই তিন নারীর মুখোমুখি জীবনের বাস্তবতার সাথে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে যাদের নিজস্ব মেক-বিলিভ আবেগের আশ্চর্যজনকভাবে অনন্য বিশ্ব রয়েছে। গল্পটি যেন দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়।
গুলদস্তা | |||||
---|---|---|---|---|---|
সৌম্য রিত কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম | |||||
শব্দধারণের সময় | ২০১৯ | ||||
ঘরানা | ফিচার ফিল্ম সাউন্ডট্র্যাক | ||||
ভাষা | বাংলা | ||||
সঙ্গীত প্রকাশনী | রূপ প্রোডাকশন অ্যান্ড এন্টারটেইনমেন্ট | ||||
|
ট্র্যাক তালিকায়ন | |||
---|---|---|---|
নং. | শিরোনাম | সঙ্গীতশিল্পী | দৈর্ঘ্য |
১. | "রং রসিয়া" | শাওনি | ৩:৩২ |
২. | "ছায়া পথ সরিয়ে" | ময়ূরী | ২:৩১ |