গুলি পিঁপড়া

গুলি পিঁপড়া
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: Arthropoda
শ্রেণী: Insecta
বর্গ: Hymenoptera
পরিবার: Formicidae
উপপরিবার: Paraponerinae
গোত্র: Paraponerini
গণ: Paraponera
প্রজাতি: P. clavata
দ্বিপদী নাম
Paraponera clavata
(Fabricius, 1775)
প্রতিশব্দ

Paraponera aculeata (Olivier, 1792)
Paraponera tarsalis (Perty, 1833)

গুলি পিঁপড়া হলো পৃথিবীর সবচেয়ে বড় আকারের পিঁপড়া প্রজাতি। সাধারণত এটি বুলেট অ্যান্ট বা বুলেট পিঁপড়া নামে পরিচিত। এরূপ পরিচিতি বা নামের কারণ হলো এদের অত্যন্ত শক্তিশালী হুল। এটি নিকারাগুয়া, হন্ডুরাসের পূর্বাঞ্চলে এবং দক্ষিণে প্যারাগুয়ে পর্যন্ত আর্দ্র নিম্ন রেইনফরেস্টে বাস করে। নিকারাগুয়া থেকে শুরু করে হন্ডুরাসের প্রান্তিক পূর্বাচলসহ প্যারাগুয়ের দক্ষিণাঞ্চল পর্যন্ত বিস্তৃত নিম্ন রেইনফরেস্টে বাস করে।

Paraponera clavata – museum specimen

বৈশিষ্ট্য

[সম্পাদনা]

কর্মী বুলেট পিঁপড়া সাধারণত ১৮-৩০ মিলিমিটার (০.৭-১.২ ইঞ্চি) লম্বা[] এবং সমরূপ শক্তিশালী, লালচে-কালো, ডানাবিহীন পোকার মতো। প্যারাপোনেরা শিকারী প্রজাতি এবং এরা অন্যান্য আদিম পোনারোমর্ফগুলির মতোই, শ্রমিক শ্রেণি বহুরূপিতা প্রদর্শন করে না; রাণী পিঁপড়া শ্রমিকদের চেয়ে খুব বেশি বড় নয়[]। সাধারণত এরা আক্রমণাত্মক পিঁপড়া নয় তবে বাসা রক্ষার সময় যারপরনাই হিংস্র হয় উঠে; তখন তারা ক্রোধান্বিত শব্দ করে এবং শক্তিশালী হুল ফোটায়।[]

নামকরণ

[সম্পাদনা]

এর বুলেটের মতো হুলের জন্যই এই নামকরণ। আক্ষরিক অর্থে বুলেটের আকার নয়, বরং এই পিঁপড়া হুল ফোটালে মানব ত্বকে তা বুলেটের মতোই বিঁধে! তাই বিজ্ঞানীরা এর নাম বুলেট পিঁপড়াই রেখে দিয়েছেন। অন্যদিকে এর কামড়ে মারা না গেলেও ব্যথা থাকে ২৪ ঘণ্টার বেশি। তাই স্থানীয়রা এদেরকে ‘টুয়েন্টি ফোর আওয়ার অ্যান্ট’ বলে থাকে। বিপদের আভাস পেলে একপ্রকার উৎকট গন্ধ ছড়ায় বুলেট অ্যান্ট। এই গন্ধ পেয়েও সাবধান না হন দলবেঁধে আক্রমণ করাই বুলেট পিঁপড়ার ঐতিহ্য!

তথ্যসূত্র

[সম্পাদনা]