অগাস্ট "গুস্তাভ" ব্লাহা (জন্ম ১ জানুয়ারি ১৮৮৮, মৃত্যুর তারিখ অজানা) ছিলেন একজন অস্ট্রীয় ফুটবল খেলোয়াড়। [১] তিনি ভিয়েনায় জন্মগ্রহণ করেন। তিনি এসকে র্যাপিড ইউন ক্লাবের হয়ে খেলেছেন এবং অস্ট্রিয়া জাতীয় ফুটবল দলের হয়েও খেলেছেন। তিনি স্টকহোমে ১৯১২ গ্রীষ্মকালীন অলিম্পিকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। [২] [৩]