গৃধ্রশৃঙ্গ | |
---|---|
গিজ্জকূট, গৃধ্রকূট | |
সর্বোচ্চ বিন্দু | |
স্থানাঙ্ক | ২৫°০০′০৬″ উত্তর ৮৫°২৬′৪৭″ পূর্ব / ২৫.০০১৬৭° উত্তর ৮৫.৪৪৬৩৯° পূর্ব |
ভূগোল | |
মূল পরিসীমা | রাজগির পর্বত |
গৃধ্রশৃঙ্গ বা গিজ্জকূট (পালি: गिज्झकूट) বা গৃধ্রকূট (সংস্কৃত: गृध्रकूट) হলো বৌদ্ধ ঐতিহ্য মতে, রাজগহ (বর্তমানে রাজগির, বা রাজগৃহ) বুদ্ধের পশ্চাদপসরণ। এটি তাঁর অনেকগুলো বক্তৃতার দৃশ্য ছিল।
রাজগির ভারতের বিহারে গৃধ্রশৃঙ্গ অবস্থিত। এটি এমন নামকরণ করা হয়েছে কারণ এটি ডানা ভাঁজ করে বসা শকুনের মতো।[তথ্যসূত্র প্রয়োজন]
গৃধ্রশৃঙ্গ হলো ঐতিহ্য অনুসারে, বুদ্ধ ও তাঁর শিষ্যদের দ্বারা প্রশিক্ষণ ও পশ্চাদপসরণ উভয়ের জন্যই ঘন ঘন অনেকগুলি স্থানের একটি। থেরবাদ বৌদ্ধধর্মের পালি ত্রিপিটকে[১][২] এবং মহাযান সূত্রে বৌদ্ধ গ্রন্থে এর অবস্থান প্রায়শই উল্লেখ করা হয়েছে যেখানে বুদ্ধ নির্দিষ্ট উপদেশ দিয়েছিলেন। উপদেশগুলির মধ্যে রয়েছে হৃদয়সূত্র, সদ্ধর্ম পুণ্ডরীক সূত্র এবং শূরঙ্গম সমাধি সূত্রের পাশাপাশি অনেক প্রজ্ঞাপারমিতা সূত্র। এটি সদ্ধর্ম পুণ্ডরীক সূত্র, অধ্যায় ১৬-এ বুদ্ধের বিশুদ্ধ ভূমি হিসাবে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।[৩]
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |