গেজ হুজ কামিং টু ডিনার (ইংরেজি: Guess Who's Coming to Dinner, অনুবাদ 'অনুমান করুন নৈশভোজে কে আসছেন') হল স্ট্যানলি ক্রেমার প্রযোজিত ও পরিচালিত ১৯৬৭ সালের মার্কিন হাস্যরসাত্মক নাট্য চলচ্চিত্র। ছবিটির চিত্রনাট্য রচনা করেছেন উইলিয়াম রোজ। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন স্পেন্সার ট্রেসি, সিডনি পোয়াটিয়ে ও ক্যাথরিন হেপবার্ন। এটি ট্রেসি ও হেপবার্ন জুটির নবম ও সর্বশেষ চলচ্চিত্র।
চলচ্চিত্রটি ১৯৬৮ সালের ১লা জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়। ১৯৮৭ সালের ১২ই ডিসেম্বরে ছবিটি মুক্তির মূল তারিখের ২০ বছর পূর্তি উপলক্ষ্যে ছবিটি ভিএইচএস ফরম্যাটে মুক্তি দেওয়া হয়।[৪] ২০০১ সালের ২২শে মে ছবিটি ডিভিডি ফরম্যাটে মুক্তি দেওয়া হয়।[৫]
↑Video Hound's Golden Movie Retriever: The Complete Guide to Movies on Videocassette and DVD (ইংরেজি ভাষায়)। গেল। ২০০৪। পৃষ্ঠা ৩৫৫। আইএসবিএন0-7876-7470-2।