গেল সন্ডারগার্ড

গেল সন্ডারগার্ড
Gale Sondergaard
প্রচারণামূলক ছবিতে সন্ডারগার্ড
জন্ম
এডিথ হোম সন্ডারগার্ড

(১৮৯৯-০২-১৫)১৫ ফেব্রুয়ারি ১৮৯৯
মৃত্যু১৪ আগস্ট ১৯৮৫(1985-08-14) (বয়স ৮৬)
উডল্যান্ড হিলস, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
মৃত্যুর কারণসেরেব্রোভাস্কুলার থ্রম্বোসিস
সমাধিভস্ম প্রশান্ত মহাসাগরে ছড়িয়ে দেওয়া হয়
পেশাঅভিনেত্রী
কর্মজীবন১৯৩৬-১৯৮৩
দাম্পত্য সঙ্গীনিল ওম্যালি
(বি. ১৯২২; বিচ্ছেদ. ১৯৩০)

হার্বার্ট জে. বিবারম্যান
(বি. ১৯৩০; মৃ. ১৯৭১)
সন্তান

গেল সন্ডারগার্ড (ইংরেজি: Gale Sondergaard; জন্ম: এডিথ হোম সন্ডারগার্ড, ১৫ ফেব্রুয়ারি ১৮৯৯ - ১৪ আগস্ট ১৯৮৫) ছিলেন একজন মার্কিন অভিনেত্রী। তিনি মঞ্চে অভিনয়ের মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু করেন এবং ১৯৩৬ সালে চলচ্চিত্রে কাজ শুরু করেন। তিনি অ্যান্থনি অ্যাডভার্স (১৯৩৬) চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার অর্জন করেন। তিনিই এই বিভাগে অস্কার বিজয়ী প্রথম অভিনেত্রী। পরবর্তী কালে তিনি অ্যানা অ্যান্ড দ্য কিং অব সিয়াম (১৯৪৬) ছবিতে অভিনয় করে তার দ্বিতীয় অস্কারের মনোনয়ন লাভ করেন।[]

সন্ডারগার্ড ১৯৩০-এর দশকের শেষভাগ এবং ১৯৪০-এর দশকে চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে নিয়মিত অভিনয় করতেন। এই সময়ে তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ হল দ্য ক্যাট অ্যান্ড দ্য ক্যানারি (১৯৩৯), দ্য মার্ক অব জরো (১৯৪০), এবং দ্য লেটার (১৯৪০)। ১৯৪০-এর দশকের শেষভাগ থেকে তার চলচ্চিত্রে কাজ স্থিমিত হয়ে আসে।

সন্ডারগার্ড পরিচালক হার্বার্ট বিবারম্যানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং ১৯৫০-এর দশকের শুরুর দিকে বিবারম্যান কমিউনিজমের অপরাধে দোষী সাব্যস্ত হলে তার পাশে ছিলেন। তিনি বিবারম্যানের সাথে নিউ ইয়র্ক সিটিতে চলে যান এবং মঞ্চে কাজ শুরু করেন। ১৯৬০-এর দশকের শেষভাগে তিনি মাঝে মাঝে চলচ্চিত্র ও টেলিভিশনে কাজ করতেন। তিনি লস অ্যাঞ্জেলেসে ফিরে আসেন এবং সেখানে সেরেব্রোভাস্কুলার থ্রম্বোসিসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

এডিথ হোম সন্ডারগার্ড ১৮৯৯ সালের ১৫ই ফেব্রুয়ারি মিনেসোটার লিচফিল্ডে জন্মগ্রহণ করেন। তার পিতা হান্স সন্ডারগার্ড ও মাতা ক্রিস্টিন (হোম) সন্ডারগার্ড। তার দুজনেই ডেনীয়-মার্কিন ছিলেন। হান্স মিনেসোটা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন। সন্ডারগার্ড এই বিশ্ববিদ্যালয়ের মিনিয়াপোলিস স্কুল অব ড্রামাটিক আর্টসের নাট্যতত্ত্ব বিষয়ের শিক্ষার্থী ছিলেন।[]

পুরস্কার ও মনোনয়ন

[সম্পাদনা]
একাডেমি পুরস্কার

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. কাপলান, পিটার ডব্লিউ. (১৬ আগস্ট ১৯৮৫)। "Gale Sondergaard, Actress; Played Villainesses in Films"দ্য নিউ ইয়র্ক টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৯ 
  2. নিসেন, এক্সেল (২০০৭)। Actresses of a Certain Character: Forty Familiar Hollywood Faces from the Thirties to the Fifties (ইংরেজি ভাষায়)। ম্যাকফারল্যান্ড। পৃষ্ঠা ১৯৬–২০২। আইএসবিএন 9780786427468। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৯ 
  3. "The 9th Academy Awards | 1937"অস্কার (ইংরেজি ভাষায়)। একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৯ 
  4. "The 19th Academy Awards | 1947"অস্কার (ইংরেজি ভাষায়)। একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৯ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]