ধরন | প্রাক-স্নাতক কলেজ |
---|---|
স্থাপিত | ১৯৩৮ |
অধ্যক্ষ | ড. অতসী কার্ফা |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | প্রায় ৫০ |
প্রশাসনিক ব্যক্তিবর্গ | প্রায় ৩৫ |
শিক্ষার্থী | প্রায় ৫০০ |
ঠিকানা | ১/১, হরিশ মুখার্জি রোড, গোখলে রোড, ভবানীপুর , , পশ্চিমবঙ্গ ৭০০০২০ , ২২°১৪′৪৭″ উত্তর ৮৮°২২′২৪″ পূর্ব / ২২.২৪৬৩১৬° উত্তর ৮৮.৩৭৩২৯৯২° পূর্ব |
শিক্ষাঙ্গন | শহর |
অধিভুক্তি | কলকাতা বিশ্ববিদ্যালয় |
ওয়েবসাইট | Gokhale Memorial Girls' College |
গোখলে মেমোরিয়াল গার্লস কলেজ কলকাতা শহরের একটা মহিলা কলেজ। ১৯৩৮ খ্রিস্টাব্দে সরলা রায় এই কলেজ প্রতিষ্ঠা করেন। যাঁর নামে এই কলেজ, সেই গোপাল কৃষ্ণ গোখলে ছিলেন ভারতীয় স্বাধীনতা সংগ্রামের একজন অগ্রণী সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব।[১] এই শিক্ষাপ্রতিষ্ঠানটিতে স্নাতক পর্যায়ে পড়ানো হয় এবং এটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত কলেজ।[২]
গোখলে মেমোরিয়াল গার্লস কলেজে বিএ এবং বিএসিস স্নাতক বিভাগগুলোতে মোট ১৪টা বিষয়ে সাম্মানিক এবং ২টো বিষয়ে সাধারণ পাঠক্রমে পাঠদান করা হয়। এছাড়া আছে ৩টে মেজর পাঠক্রম এবং কম্পিউটার, ডিটিপি, মন্টেসরি টিচার্স ট্রেনিং, চাইনিজ মান্দারিন পাঠক্রমের মতো কর্মমুখী শিক্ষার ব্যবস্থা।[৩]
গোখলে মেমোরিয়াল গার্লস কলেজ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) দ্বারা স্বীকৃত।[৪] এই কলেজ ২০০৮ খ্রিস্টাব্দে প্রথম ন্যাকের স্বীকৃতি পেয়েছিল।[৫] সম্প্রতি এই কলেজ জাতীয় মূল্যায়ন ও স্বীকৃতি পরিষদ (ন্যাক) দ্বারা পুনর্স্বীকৃত এবং 'এ' গ্রেড প্রাপ্ত।[৬]