প্রতিষ্ঠিত | ১৯৩৬ |
---|---|
সদর দপ্তর | জেউকিয়া, গোজো |
ফিফা অধিভুক্তি | নেই |
সভাপতি | সামুয়েল আজ্জোপার্দি[১] |
সহ-সভাপতি | কার্মেল জামিত |
ওয়েবসাইট | gozofa |
গোজো ফুটবল অ্যাসোসিয়েশন (ইংরেজি: Gozo Football Association; এছাড়াও সংক্ষেপে জিএফএ নামে পরিচিত) হচ্ছে মাল্টার গোজোর ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৩৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি এখন পর্যন্ত ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করেনি। এই সংস্থার সদর দপ্তর গোজোর জেউকিয়ায় অবস্থিত।
এই সংস্থাটি গোজোের পুরুষ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে গোজো ফুটবল লীগ, জিএফএ কাপ, মাল্টা স্বাধীনতা কাপ এবং জিএফএ সুপার কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে গোজো ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন সামুয়েল আজ্জোপার্দি এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন টনি গ্রেচ।
অবস্থান | নাম |
---|---|
সভাপতি | সামুয়েল আজ্জোপার্দি |
সহ-সভাপতি | কার্মেল জামিত |
সাধারণ সম্পাদক | টনি গ্রেচ |
কোষাধ্যক্ষ | জর্জ চিনি |
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক | |
প্রযুক্তিগত পরিচালক | |
ফুটসাল সমন্বয়কারী | |
জাতীয় দলের কোচ (পুরুষ) | |
জাতীয় দলের কোচ (নারী) | |
রেফারি সমন্বয়কারী |