ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | গনসালো মানুয়েল গানচিনয়ো গেজেস | ||
জন্ম | ২৯ নভেম্বর ১৯৯৬ | ||
জন্ম স্থান | বেনাভেঞ্চে, পর্তুগাল | ||
উচ্চতা | ১.৭৯ মিটার (৫ ফুট ১০+১⁄২ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | আক্রমণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল |
ভালেনসিয়া (প্যারিস সেন্ট জার্মেই হতে ধারে) | ||
জার্সি নম্বর | ৭ | ||
যুব পর্যায় | |||
২০০৫–২০১৪ | বেনফিকা | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৪–২০১৬ | বেনফিকা বি | ৩৮ | (১১) |
২০১৪–২০১৭ | বেনফিকা | ৩৯ | (৫) |
২০১৭– | প্যারিস সেন্ট জার্মেই | ৮ | (০) |
২০১৭– | → ভালেনসিয়া (ধার) | ৩১ | (৪) |
জাতীয় দল‡ | |||
২০১১ | পর্তুগাল অনূর্ধ্ব-১৫ | ১ | (০) |
২০১১–২০১২ | পর্তুগাল অনূর্ধ্ব-১৬ | ১৪ | (১) |
২০১২–২০১৩ | পর্তুগাল অনূর্ধ্ব-১৭ | ১৫ | (২) |
২০১৩–২০১৪ | পর্তুগাল অনূর্ধ্ব-১৮ | ৫ | (৩) |
২০১৪ | পর্তুগাল অনূর্ধ্ব-১৯ | ৩ | (২) |
২০১৫ | পর্তুগাল অনূর্ধ্ব-২০ | ৬ | (০) |
২০১৫– | পর্তুগাল অনূর্ধ্ব-২১ | ১২ | (৫) |
২০১৫– | পর্তুগাল অনূর্ধ্ব-২৩ | ১ | (০) |
২০১৫– | পর্তুগাল | ৭ | (১) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ৮ মে ২০১৮ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২৬ মার্চ ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক। |
গনসালো মানুয়েল গানচিনয়ো গেজেস (জন্ম: ২৯ নভেম্বর ১৯৯৬) হলেন একজন পর্তুগিজ পেশাদার ফুটবলার, যিনি ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই হতে স্পেনীয় লা লিগা ক্লাব ভালেনসিয়ায় ধারে এবং পর্তুগাল জাতীয় দলের হয়ে একজন আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০১৪ সালের এপ্রিল মাসে, তিনি বেনফিকার হয়ে খেলার মাধ্যমে তার পেশাদার ক্যারিয়ার শুরু করেন, এর ৬ মাস পর তিনি প্রথম দলের হয়ে অভিষেক করেন। সকল প্রতিযোগিতা মিলিয়ে ৬৩টি ম্যাচে ১১ গোল, ৫টি শীর্ষ ট্রফি জয়লাভ করার পর ২০১৭ সালের জানুয়ারি মাসে, তিনি ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ে যোগদান করেন।
গেজেস পর্তুগালের বয়সভিত্তিক দলের হয়ে সর্বমোট ৫০টি ম্যাচ খেলছেন। তিনি পর্তুগালের অনূর্ধ্ব-১৫ হতে অনূর্ধ্ব-২৩ পর্যন্ত সকল দলের হয়ে খেলেছেন। ২০১৫ সালের নভেম্বর মাসে, মাত্র ১৮ বছর বয়সে তিনি পর্তুগাল জাতীয় দলের হয়ে খেলার মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেন।
জাতীয় দল | সাল | উপস্থিতি | গোল |
---|---|---|---|
পর্তুগাল | ২০১৫ | ২ | ০ |
২০১৬ | ০ | ০ | |
২০১৭ | ৩ | ১ | |
২০১৮ | ২ | ০ | |
মোট | ৭ | ১ |
নং. | তারিখ | ভেন্যু | প্রতিপক্ষ | স্কোর | ফলাফল | প্রতিযোগিতা |
---|---|---|---|---|---|---|
১. | ১০ নভেম্বর ২০১৭ | এস্তাদিও দো ফন্তেলো, ভিজেও, পর্তুগাল | সৌদি আরব | ২–০ | ৩–০ | প্রীতি ম্যাচ |
<ref>
ট্যাগ বৈধ নয়; sw
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি<ref>
ট্যাগ বৈধ নয়; awards 2015
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি