গোপীনাথ আমান | |
---|---|
জন্ম | ১৮৯৯ |
পেশা | সাংবাদিক কবি লেখক |
পরিচিতির কারণ | উর্দু সাহিত্য |
পুরস্কার | পদ্মভূষণ |
গোপীনাথ আমান ছিলেন একজন ভারতীয় স্বাধীনতা কর্মী, [১] সাংবাদিক [২] এবং উর্দু সাহিত্যের কবি। ১৮৯৯ সালে জন্মগ্রহণ করেন, [৩] তিনি ১৯৫০-এর দশকে দিল্লি প্রশাসনের জনসংযোগ কমিটির প্রধান ছিলেন। [৪] বড়ে আদমিওঁ কে তানজ ও মিজাহ, [৫] কৌরাং, [৬] আকিদাত কে ফুল; গান্ধীজি কি হায়াত অউর শাহাদাত পার মুকহতালিফ শু'আরা কা মুনতাক্হাব-ই কালাম, [৭] নাজর-ই আকিদাত: শাইর-ই আজম রবীন্দর নাথ টগর, [৮] উর্দু অর উসকা সাহিত্য [৯] এবং আকিদাত কে ফুল [১০] তার উল্লেখযোগ্য রচনা।