গোলাম | |
---|---|
পরিচালক | বিক্রম ভাট |
প্রযোজক | মুকেশ ভাট |
রচয়িতা | অঞ্জুম রাজবলী |
শ্রেষ্ঠাংশে | আমির খান রাণী মুখার্জী দীপক তিজোরি শরৎ স্যাক্সেনা |
সুরকার | জতিন-ললিত |
চিত্রগ্রাহক | তেজা |
সম্পাদক | বমন ভোসলে |
পরিবেশক | বিশেষ ফিল্মস |
মুক্তি | ১৯ জুন ১৯৯৮ |
স্থিতিকাল | ১৬২ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
নির্মাণব্যয় | ₹72 million[১] |
আয় | ₹242 million[১] |
গোলাম (হিন্দি: ग़ुलाम) হচ্ছে ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত একটি হিন্দি চলচ্চিত্র। নব্বইয়ের দশকের অন্যতম এই জনপ্রিয় চলচ্চিত্রে আমির খান এবং রাণী মুখার্জী মুখ্য ভূমিকায় অভিনয় করেন। চলচ্চিত্রটির পরিচালক ছিলেন বিক্রম ভাট। সঞ্জয় দত্ত অভিনীত ১৯৮৮ সালের চলচ্চিত্র কব্জা এর পুনঃনির্মাণ এই গোলাম, কব্জাও বিশেষ ফিল্মস প্রডাকশন দ্বারা প্রযোজিত হয়েছিলো, আর ওটি ছিলো এলিয়া কাজান পরিচালিত মার্কিন চলচ্চিত্র অন দ্য ওয়াটারফ্রন্ট (১৯৫৪) চলচ্চিত্রের পুনঃনির্মাণ।[২][৩] গোলাম চলচ্চিত্রে আমির আর রাণীর অভিনয় ভালো হয়েছিলো এবং চলচ্চিত্রটি তুমুল দর্শকপ্রিয়তা অর্জনে সক্ষম হয়েছিলো।[৪] এই চলচ্চিত্রের প্রত্যেকটি গান ভারতের বিভিন্ন শহরের তরুণ-তরুণীদের ভক্ত বানিয়েছিলো।
সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন যতীন-ললিত ভ্রাতৃদ্বয়, গীতিকার ছিলেন ইন্দিভার, নিতিন রায়কার, সমীর এবং বিনোদ মহেন্দ্র। তুমুল জনপ্রিয় এই চলচ্চিত্রটির সঙ্গীত এ্যালবামের অডিও ক্যাসেট ১৯৯৮-'৯৯ সালে শুধু মুম্বাই শহরেই পঁচিশ লাখ কপি বিক্রী হয়েছিলো।[৫]
নং. | শিরোনাম | কণ্ঠ | দৈর্ঘ্য |
---|---|---|---|
১. | "আঁখোঁ সে তুনে ইয়ে কিয়া ক্যাহ দিয়া" | কুমার শানু, অল্কা ইয়াগনিক | ০৫ঃ০৬ |
২. | "আতি কিয়া খান্ডালা" | আমির খান, অল্কা ইয়াগনিক | ০৪ঃ১১ |
৩. | "জাদু হে তেরা হি জাদু" | কুমার শানু, অল্কা ইয়াগনিক | ০৭ঃ৫৩ |
৪. | "আব নাম মহাব্বাত কে" | উদিত নারায়ণ, অল্কা ইয়াগনিক | ০৫ঃ১৮ |
৫. | "সাথ জো তেরা মিল গায়া" | উদিত নারায়ণ, অল্কা ইয়াগনিক | ০৫ঃ২৬ |
৬. | "তুঝকো কিয়া" | সুরজিত বিন্দরাখিয়া, জোজো, উদিত নারায়ণ | ০৬ঃ০৯ |