গোস্ট স্টোরিজ | |
---|---|
পরিচালক | |
প্রযোজক |
|
রচয়িতা |
|
শ্রেষ্ঠাংশে | |
চিত্রগ্রাহক |
|
প্রযোজনা কোম্পানি | আরএসভিপি মুভিজ ফ্লাইং ইউনিকর্ন এন্টারটেইনমেন্ট |
পরিবেশক | নেটফ্লিক্স |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৪৪ মিনিট[১] |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
গোস্ট স্টোরিজ ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত একটি ভারতীয় হিন্দি ভাষার নৃবিজ্ঞানভিত্তিক ভৌতিক চলচ্চিত্র, এটি করণ জোহর, দিবাকর ব্যানার্জী, জোয়া আখতার এবং অনুরাগ কাশ্যপের মতো পরিচালকেরা পরিচালনা করেছেন। এটি উক্ত চার পরিচালকের চারটি স্বল্পদৈর্ঘ্যের কাহিনীকে ঘিরে নির্মিত হয়েছে।[২][৩] এটি রনি স্ক্রুওয়ালা এবং আশী দুয়া সহ-প্রযোজনা করেছেন। তাদের প্রযোজনার ব্যানারে, আরএসভিপি মুভিজ এবং ফ্লাইং ইউনিকর্ন এন্টারটেইনমেন্টের অধীনে প্রথম চলচ্চিত্র।[৪] এই চলচ্চিত্রে শোভিতা ধুলিপালা, ম্রুনাল ঠাকুর, অবিনাশ তিওয়ারী, জাহ্নবী কাপুর, সুরেখা সিকরি, রঘুবীর যাদব, গুলশান দেবায়, বিজয় বর্মা এবং পাভেল গুলাতির অভিনয়শিল্পীরা অভিনয় করেছেন।[৫] এটি ২০২০ সালের ১লা জানুয়ারি তারিখে মুক্তি পেয়েছে।[৬]
জোয়া আখতারের অংশ
অনুরাগ কাশ্যপের অংশ
দিবাকর ব্যানার্জীর অংশ
করণ জোহরের অংশ