গোস্তা জেলা

গোস্তা জেলা
Goshta District
জেলা
গোস্তা জেলা, নঙ্গারহার প্রদেশ
গোস্তা জেলা, নঙ্গারহার প্রদেশ
দেশ আফগানিস্তান
প্রদেশনঙ্গারহার প্রদেশ
রাজধানীগোস্তা
জনসংখ্যা (২০০২[])
 • মোট১,৬০,০০০
সময় অঞ্চলআফগানিস্তান মান সময় (ইউটিসি+৪:৩০)

গোস্তা জেলা আফগানিস্তানের নঙ্গারহার প্রদেশের উত্তর-পূর্বে অবস্থিত একটি জেলা। জেলাটির মূলত আফগানিস্তান দুরান্দ লাইন ও পাকিস্তানের মধ্যে সীমানা ঘিরে রেখেছে। ২০০২ সালের আদমশুমারীর আনুমানিক হিসাব অনুযায়ী জেলাটির জনসংখ্যা ছিল প্রায় ১৬০,০০০ জন এর মত। যার মধ্যে শতভাগই পশতুন সম্প্রদায়ের লোকজনের বসবাস। তবে এর মধ্যে থেকে প্রায় ৩০,৮০০ জন এর মত ১২ বছরের কম বয়সী শিশু রয়েছে। কাবুল নদীর উপর অবস্থিত জেলাটির কেন্দ্রীয় অঞ্চল হলো গোস্তা নামক গ্রাম।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "MRRD Provincial profile for Nangarhar Province" (পিডিএফ)। ৪ মার্চ ২০১০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০১৮ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]