গৌর ক্ষ্যাপা | |
---|---|
প্রাথমিক তথ্য | |
জন্ম | বীরভূম, ভারত | ১৫ আগস্ট ১৯৪৭
উদ্ভব | শান্তিনিকেতন |
মৃত্যু | ২৬ জানুয়ারি ২০১৩ পশ্চিমবঙ্গ, ভারত | (বয়স ৬৫)
ধরন | বাউল সঙ্গীত, লোক |
পেশা |
|
বাদ্যযন্ত্র | কণ্ঠ |
কার্যকাল | –২০১৩ |
লেবেল | ফন্টি মিউজিক্যালি |
গৌর ক্ষ্যাপা (১৫ আগস্ট ১৯৪৭ – ২৬ জানুয়ারি ২০১৩) ছিলেন একজন বাঙালি বাউল গায়ক এবং দার্শনিক। তার দর্শন তত্ত্বের সাথে সম্পর্কিত। তিনি তার রাধা-কৃষ্ণ সম্পর্কিত গানের জন্য বিখ্যাত ছিলেন।[১] তিনি ভাসার এবং ব্রাউন বিশ্ববিদ্যালয়ে দর্শনের পাঠদান করেছিলেন।
তিনি বিভিন্ন কনসার্টে বব ডিলান, বব মিলার এবং জ্যানিস জপলিনের সাথে পরিবেশন করেছিলেন।[২][৩] তিনি পোলিয় মঞ্চ নির্দেশক এবং তাত্ত্বিক জেরজি গ্রোটোস্কির সাথেও কাজ করেছিলেন।[৪] তিনি পিটার ব্রুকের ১৯৮৯ সালের "দ্য মহাভারত" চলচ্চিত্রে পরিবেশনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র যেতে অস্বীকার করেছিলেন, যখন বলা হয়েছিল যে তিনি বৈধভাবে সঙ্গে গাঁজা (ঔষধ) বহন করতে পারবেন না।[৪]
২০১৩ সালের ২২ জানুয়ারি, শান্তিনিকেতনের কাছে ইলামবাজারে রাস্তার দুর্ঘটনার আক্রান্ত হবার পরে তাকে হাসপাতালে নেয়া হয়েছিল।[১] ২৬ জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার স্ত্রী দূর্গা দাসী ও কন্যা লক্ষ্মী।[১] সনৎ দাস বাউল তার একমাত্র শিষ্য।[২][৩] ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর, ভারতীয় রাজনীতিবিদ এবং পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে গৌর ক্ষ্যাপার প্রতি শদ্ধা জানিয়েছেন।[৫]