গ্যাং অব ঘোস্টস | |
---|---|
![]() মুক্তির পোস্টার | |
পরিচালক | সতীশ কৌশিক |
প্রযোজক | ভেনাস রেকর্ডস অ্যান্ড টেপেস প্রাইভেট লিমিটেড, দ্য সতীশ কৌশিক এন্টারটেইনমেন্ট |
রচয়িতা | সতীশ কৌশিক রাজেশ চাওলা |
উৎস | ভূতের ভবিষ্যৎ এর অনীক দত্ত |
শ্রেষ্ঠাংশে | শারমান যোশি পরমব্রত চট্টোপাধ্যায় মাহি গিল অনুপম খের মীরা চোপড়া বিজয় ভার্মা জে ব্র্যান্ডন হিল রাজেশ খট্টর সৌরভ শুক্লা রাজপাল যাদব যশপাল শর্মা বিজয় ভার্মা চাঙ্কি পান্ডে জ্যাকি শ্রফ |
সুরকার | ধরম সন্দীপ |
মুক্তি |
|
স্থিতিকাল | ১২৮ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
গ্যাং অব ঘোস্টস হলো ২০১৪ সালে মুক্তপ্রাপ্ত হিন্দি ভাষার হাস্যরসাত্মক লোমহর্ষক চলচ্চিত্র, ছবিটি পরিচালনা করেছেন সতীশ কৌশিক ও ভেনাস রেকর্ডস এন্ড টেপস প্রাইভেট লিমিটেড এন্টারটেইনমেন্ট দ্বারা প্রযোজিত। এটি অনীক দত্ত পরিচালিত একটি বাংলা চলচ্চিত্র ভূতের ভবিষ্যত- এর হিন্দি রিমেক।
পুরো কাস্টের মধ্যে রয়েছে- [১] [২] [৩]
ছবিটির সাউন্ডট্র্যাকটি তৈরি করেছেন ধরম সন্দীপ, ও গানের কথা সতীশ কৌশিক, বিকাশ কুমার, কাতিল শিফাই এবং রশ্মি সিং লিখেছেন।