গ্যাব্রিয়েল এসকারার | |
---|---|
জন্ম | গ্যাব্রিয়েল এসকারার জুলিয়া ফেব্রুয়ারি ১৯৩৫ (বয়স ৯০) পোরেরেস, ম্যালোরকা, স্পেন |
পেশা | ব্যবসায়ী |
উপাধি | প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, মেলিয়া হোটেলস ইন্টারন্যাশনাল |
দাম্পত্য সঙ্গী | বিবাহিত |
সন্তান | ৬ |
গ্যাব্রিয়েল এসকারার জুলিয়া (জন্ম ফেব্রুয়ারি ১৯৩৫) [১] একজন স্পেনীয় ধনকুবের ব্যবসায়ী এবং মেলিয়া হোটেল ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। [২]
তার ছয় সন্তান রয়েছে এবং তিনি স্পেনের ম্যালোর্কাতে থাকেন। [২]
তার ছেলে গ্যাব্রিয়েল এসকারার জাউমে ভাইস-চেয়ারম্যান এবং সিইও। [৩]