ব্যক্তিগত তথ্য | |||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | গ্যারেথ সাউথগেট[১] | ||||||||||||||||
জন্ম | [২] | ৩ সেপ্টেম্বর ১৯৭০||||||||||||||||
জন্ম স্থান | ওয়াটফোর্ড, ইংল্যান্ড | ||||||||||||||||
উচ্চতা | ৬ ফুট ০ ইঞ্চি (১.৮৩ মিটার)[৩] | ||||||||||||||||
মাঠে অবস্থান |
রক্ষণভাগ মধ্যমাঠের খেলোয়াড় | ||||||||||||||||
ক্লাবের তথ্য | |||||||||||||||||
বর্তমান দল | ইংল্যান্ড (ম্যানেজার) | ||||||||||||||||
যুব পর্যায় | |||||||||||||||||
ক্রিস্টাল প্যালেস | |||||||||||||||||
জ্যেষ্ঠ পর্যায়* | |||||||||||||||||
বছর | দল | ম্যাচ | (গোল) | ||||||||||||||
১৯৮৮-১৯৯৫ | ক্রিস্টাল প্যালেস | ১৫২ | (১৫) | ||||||||||||||
১৯৯৫-২০০১ | অ্যাস্টন ভিলা | ১৯১ | (৭) | ||||||||||||||
২০০১-২০০৬ | মিডলজব্রা | ১৬০ | (৪) | ||||||||||||||
মোট | ৫০৩ | (২৬) | |||||||||||||||
জাতীয় দল | |||||||||||||||||
১৯৯৫-২০০৪ | ইংল্যান্ড | ৫৭ | (২) | ||||||||||||||
পরিচালিত দল | |||||||||||||||||
২০০৬-২০০৯ | মিডলজব্রা | ||||||||||||||||
২০১৩-২০১৬ | ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ | ||||||||||||||||
২০১৬– | ইংল্যান্ড | ||||||||||||||||
অর্জন ও সম্মাননা
| |||||||||||||||||
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে |
গ্যারেথ সাউথগেট ওবিই (জন্ম ৩ সেপ্টেম্বর ১৯৭০) হলেন একজন ইংরেজ পেশাদার ফুটবল ম্যানেজার এবং সাবেক খেলোয়াড়। তিনি রক্ষণভাগ ও মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলতেন। তিনি ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের ম্যানেজার।
সাউথগেট ১৯৯৫-৯৬ মৌসুমে অ্যাস্টন ভিলার হয়ে এবং ২০০৩-০৪ মৌসুমে মিডলজব্রার হয়ে ফুটবল লিগ কাপ জিতেছেন, এবং ১৯৯৩-৯৪ মৌসুমে ফুটবল লিগ প্রথম বিভাগ প্রতিযোগিতার বিজয়ী অ্যাস্টন ভিলার দলের অধিনায়ক ছিলেন। তিনি ভিলার হয়ে ২০০০ এফএ কাপ ফাইনাল খেলেছেন এবং মিডলজব্রার হয়ে ২০০৬ উয়েফা কাপ ফাইনাল খেলেছেন। আন্তর্জাতিক ফুটবলে সাউথগেট ১৯৯৫ থেকে ২০০৪ সালের মধ্যে ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ৫৭টি ম্যাচ খেলেছেন, এবং ১৯৯৮ ফিফা বিশ্বকাপ ও উয়েফা ইউরো ১৯৯৬ ও ২০০০ আসরে অংশগ্রহণ করেছেন। ২০০৬ সালে মে মাসে ৩৫ বছর বয়সে তার খেলোয়াড়ী জীবন সমাপ্ত হয় এবং ততদিনে তিনি লিগে পাঁচ শতাধিক খেলায় অংশগ্রহণ করেন।
সাউথগেট ২০০৬ সালের জুন থেকে ২০০৯ সালের অক্টোবর পর্যন্ত মিডলজব্রার ম্যানেজারের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ জাতীয় ফুটবল দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেন এবং ২০১৬ সালে ইংল্যান্ড জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব গ্রহণ করেন। ম্যানেজার হিসেবে তার প্রথম প্রতিযোগিতামূলক আসর ছিল ২০১৮ ফিফা বিশ্বকাপ। এতে তিনি আলফ রামসি ও ববি রবসনের পর তৃতীয় ম্যানেজার হিসেবে ইংল্যান্ড দলকে বিশ্বকাপের সেমি-ফাইনালে পৌঁছান, যার জন্য তিনি বিবিসি স্পোর্টস পার্সোনালিটি অব দ্য ইয়ার কোচ অ্যাওয়ার্ড লাভ করেন।
সূত্র:[৪]
জাতীয় দল | বছর | উপস্থিতি | গোল |
---|---|---|---|
ইংল্যান্ড | ১৯৯৫ | ১ | ০ |
১৯৯৬ | ১১ | ০ | |
১৯৯৭ | ১০ | ০ | |
১৯৯৮ | ৮ | ১ | |
১৯৯৯ | ৩ | ০ | |
২০০০ | ৮ | ০ | |
২০০১ | ৩ | ০ | |
২০০২ | ৭ | ০ | |
২০০৩ | ৪ | ১ | |
২০০৪ | ২ | ০ | |
মোট | ৫৭ | ২ |
# | তারিখ | ভেন্যু | প্রতিপক্ষ | স্কোর | ফলাফল | প্রতিযোগিতা |
---|---|---|---|---|---|---|
১. | ১৪ অক্টোবর ১৯৯৮ | স্তাদে জোসি বার্থেল, লুক্সেমবুর্গ সিটি, লুক্সেমবুর্গ | লুক্সেমবুর্গ | ৩–০ | ৩–০ | উয়েফা ২০০০ বাছাইপর্ব |
২. | ২২ মে ২০০৩ | কিংস পার্ক স্টেডিয়াম, ডারবান, দক্ষিণ আফ্রিকা | দক্ষিণ আফ্রিকা | ১–০ | ২–১ | প্রীতি ম্যাচ |
দল | শুরু | সমাপ্ত | রেকর্ড | সূত্র. | ||||
---|---|---|---|---|---|---|---|---|
খ | জ | ড্র | হা | জয়% | ||||
মিডলজব্রা | ৭ জুন ২০০৬ | ২১ অক্টোবর ২০০৯ | ১৫১ | ৪৫ | ৪৩ | ৬৩ | ২৯.৮ | [৬][৭] |
ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ | ২২ আগস্ট ২০১৩ | ২৭ সেপ্টেম্বর ২০১৬ | ৩৭ | ২৭ | ৫ | ৫ | ৭৩.০ | [৭][৮][৯] |
ইংল্যান্ড | ২৭ সেপ্টেম্বর ২০১৬ | বর্তমান | ৫৯ | ৩৮ | ১১ | ১০ | ৬৪.৪ | [৭][১০] |
মোট | ২৪৭ | ১১০ | ৫৯ | ৭৮ | ৪৪.৫ |
<ref>
ট্যাগ বৈধ নয়; Middlesbrough sack boss Southgate
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি<ref>
ট্যাগ বৈধ নয়; Sam Allardyce: England manager leaves after one match in charge
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি