গ্রানাইট দ্বীপ হল অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় উইলসন শৈলান্তরীপের উত্তর উপকূলের কাছে কর্নার ক্ষুদ্র দ্বীপের একটি ছোট, জনবসতিহীন গ্রানাইট দ্বীপ।[১]
দ্বীপটি উইলসন শৈলান্তরীপ জাতীয় উদ্যানের অংশ,[১] কর্নার ক্ষুদ্র দ্বীপ গুরুত্বপূর্ণ পাখি এলাকা[২] এবং রামসার স্থান। আশেপাশের এলাকার জলরাশি কর্নার ক্ষুদ্র দ্বীপ মেরিন জাতীয় উদ্যানের এবং কর্নার ক্ষুদ্র দ্বীপ মেরিন ও উপকূলীয় উদ্যানের মধ্যে রয়েছে।[৩]