পূর্ণ নাম | গ্রানাদা ক্লাব দে ফুটবল এস.এ.ডি. | |||
---|---|---|---|---|
ডাকনাম | নাসারিয়েস (নাস্রিদ), এল গ্রানা, এল ৫০০১, মাতাগিগান্তেস, রহিব্লাঙ্কোস | |||
প্রতিষ্ঠিত | ১৪ এপ্রিল ১৯৩১ | |||
মাঠ | নুয়েবো লস কারমেনেস | |||
ধারণক্ষমতা | ১৯,৩৩৬[১] | |||
মালিক | দেস্পোর্টস | |||
সভাপতি | জিয়াং লিঝাং[২] | |||
প্রধান কোচ | আলেক্সান্দের মেদিনা | |||
লিগ | লা লিগা | |||
২০২২–২৩ | ১ম (উত্তীর্ণ) | |||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | |||
| ||||
গ্রানাদা ক্লাব দে ফুটবল (স্পেনীয় উচ্চারণ: [gɾaˈnaða ˈkluβ ðe ˈfuðβol]; সাধারণত গ্রানাদা সিএফ, অথবা শুধুমাত্র গ্রানাদা নামে পরিচিত) হচ্ছে গ্রানাদা ভিত্তিক একটি স্পেনীয় পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে স্পেনের শীর্ষ স্তরের ফুটবল লিগ লা লিগায় খেলে। এই ক্লাবটি ১৯৩১ সালের ১৪ই এপ্রিল তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। গ্রানাদা সিএফ তাদের সকল হোম ম্যাচ গ্রানাদাের নুয়েবো লস কারমেনেসে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ১৯,৩৩৬। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন আলেক্সান্দের মেদিনা এবং সভাপতির দায়িত্ব পালন করছেন চীনা ব্যবসায়ী জিয়াং লিঝাং। বর্তমানে স্পেনীয় রক্ষণভাগের খেলোয়াড় বিক্তর দাবিদ দিয়াস মিগেল এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[৩][৪]
ঘরোয়া ফুটবলে, গ্রানাদা সিএফ এপর্যন্ত ৯টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ৩টি সেহুন্দা ডিভিশন শিরোপা, ৩টি সেহুন্দা ডিভিশন বি এবং ৩টি তেরসেরা ডিভিশন শিরোপা রয়েছে।