![]() | |
শিল্প | বিমান; বিমানের যন্ত্রাংশ ও সরঞ্জাম; উপাত্ত প্রক্রিয়াজাতকারণ ও প্রস্তুতি; অনুসন্ধান ও দিকনির্ণয় সরঞ্জাম; ট্রাক ও বাসের দেহ; বৈদ্যুতিক সরঞ্জাম ও যোগান |
---|---|
উত্তরসূরী | নরথ্রপ গ্রামেন |
প্রতিষ্ঠাকাল | ৬ ডিসেম্বর ১৯২৯ |
প্রতিষ্ঠাতাগণ | |
বিলুপ্তিকাল | ৪ এপ্রিল ১৯৯৪ |
অবস্থা | নরথ্রপের সাথে একীভূত |
সদরদপ্তর | , U.S. |
প্রধান ব্যক্তি |
|
পণ্যসমূহ | |
কর্মীসংখ্যা | ২৩,০০০ (১৯৮৬) |
অধীনস্থ প্রতিষ্ঠান |
|
গ্রামেন এয়ারক্র্যাফট ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন (Grummen Aircraft Engineering Corporation), পরবর্তীতে গ্রামেন অ্যারোস্পেস কর্পোরেশন (Grumman Aerospace Corporation) ২০শ শতাব্দীর মার্কিন সামরিক ও বেসামরিক বিমান নির্মাতা প্রতিষ্ঠান। ১৯২৯ সালে লিরয় গ্রামেন ও তাঁর ব্যবসায়িক অংশীদারেরা এটি প্রতিষ্ঠা করেন। ১৯৯৪ সালে এটি নরথ্রপ কর্পোরেশনের সাথে একীভূত হয়ে নরথ্রপ গ্রামেন গঠন করে।