গ্রাহাম গ্রিন | |
---|---|
স্থানীয় নাম | Graham Greene |
জন্ম | হেনরি গ্রাহাম গ্রিন ২ অক্টোবর ১৯০৪ বার্কহ্যামস্টিড, হার্টফোর্ডশায়ার, ইংল্যান্ড |
মৃত্যু | ৩ এপ্রিল ১৯৯১ ভেভি, সুইজারল্যান্ড | (বয়স ৮৬)
পেশা | লেখক |
শিক্ষা প্রতিষ্ঠান | বালিওল কলেজ, অক্সফোর্ড |
সময়কাল | ১৯২৫–১৯৯১ |
ধরন | কথাসাহিত্য, থ্রিলার |
দাম্পত্যসঙ্গী | ভিভিয়েন ডেরেল-ব্রাউনিং (বি. ১৯২৭; বি. ১৯৪৭) |
সঙ্গী | লেডি ক্যাথরিন ওয়ালস্টন (১৯৪৬–১৯৬৬) ইভোন ক্লোয়েটা (১৯৬৬-১৯৯১) |
সন্তান | লুসি ক্যারোলিন (জ. ১৯৩৩) ফ্রান্সিস (জ. ১৯৩৬) |
হেনরি গ্রাহাম গ্রিন ওএম সিএইচ (ইংরেজি: Henry Graham Greene; ২ অক্টোবর ১৯০৪ - ৩ এপ্রিল ১৯৯১) ছিলেন একজন ইংরেজ ঔপন্যাসিক। অনেকেই তাকে বিশ্ব শতাব্দীর অন্যতম সেরা লেখক বলে অভিহিত করে থাকেন।[১] ব্যাপক জনপ্রিয়তার পাশাপাশি সমাদৃত গ্রিন তার জীবনের শুরুতেই গম্ভীর ক্যাথলিক উপন্যাস ও থ্রিলারধর্মী উপন্যাস লিখে প্রধান সারির লেখক হিসেবে সুনাম অর্জন করেন। তিনি ১৯৬৬ ও ১৯৬৭ সালে সাহিত্যে নোবেল পুরস্কারের ক্ষুদ্রতালিকায় অন্তর্ভুক্ত হয়েছিলেন।[২][৩] ৬৭ বছরের সাহিত্য জীবনে তিনি ২৫টির অধিক উপন্যাস রচনা করেছেন।
গ্রিন নিজেকে রোমান ক্যাথলিক ঔপন্যাসিক বলার চেয়ে ঔপন্যাসিক যিনি ক্যাথলিক বলার দাবী জানান। ক্যাথলিক ধর্মীয় বিষয়বস্তু তার বেশিরভাগ লেখনীর মূলভিত্তি, বিশেষ করে তার প্রধান চারটি ক্যাথলিক উপন্যাস - ব্রাইটন রক, দ্য পাওয়ার অ্যান্ড দ্য গ্লোরি, দ্য হার্ট অব দ্য ম্যাটার এবং দি এন্ড অব দি অ্যাফেয়ার; যেগুলোকে ক্যাথলিক উপন্যাসের সুবর্ণ মানদণ্ড বলে অভিহিত করা হয়।[৪] তার কয়েকটি কাজ, যেমন দ্য কনফিডেনশিয়াল এজেন্ট, দ্য কোয়ায়েট আমেরিকান, আওয়ার ম্যান ইন হাভানা, দ্য হিউম্যান ফ্যাক্টর এবং দ্য থার্ড ম্যান চলচ্চিত্রের জন্য তার চিত্রনাট্যে আন্তর্জাতিক রাজনীতি ও গুপ্তচরবৃত্তির কর্মকাণ্ড ও ঔৎসুক্যতায় গ্রিনের আগ্রহ প্রকাশ করে।
দ্য ম্যান উইদিন (১৯২৯, প্রথম উপন্যাস)