গ্রিন ল্যান্টার্ন | |
---|---|
প্রকাশনার তথ্য | |
প্রকাশক | ডিসি কমিকস |
প্রথম আবির্ভাব | অ্যাকশন কমিকস#১৬ (জুলাই, ১৯৪০) |
নির্মাতা | জন ব্রুম গিল কেইন বিল ফিঞ্চার মার্টিন নডেল |
কাহিনীর তথ্য | |
দলের অন্তর্ভুক্তি | এল্যান স্কট হাল জর্ডান গাই গার্ডনার জন স্টুয়ার্ট কাইল রেনার জেইড সিনেস্ট্রো সাইমন বাজ |
গ্রিন ল্যান্টার্ন হল ডিসি ইউনিভার্স এর একদল সুপারহিরোদের নাম, যাদের সকল ক্ষমতা তাদের আংটি এবং আংটির ক্ষমতার মাধ্যমে সঙ্গে কঠিন সম্পর্ক নির্মাণ করা হয়। তারা এ আংটি দিয়ে নানান ধরনের বিস্ময়কর, অতিমানবীয় কর্মকাণ্ড সম্পাদন করতে পারেন।
প্রথম গ্রিন ল্যান্টার্ন (অ্যালেন স্কট) লেখক বিল ফিঙ্গার এবং শিল্পী মার্টিন নডেল দ্বারা সমস্ত আমেরিকান কমিকস # 16 নির্মিত (জুলাই 1940) হয়েছিল[১]