গ্রীন-টাও থিওরেম

Green-Tao Theorem with Endre Szemeredi by Oliver Sin, acrylics and oil pastels on canvas,

সংখ্যাতত্ত্বে গ্রীন-টাও থিওরেম প্রমাণ করেছেন বেন গ্রীন এবং টেরেন্স টাও যুগ্মভাবে, ২০০৪ সালে।[] এই উপপাদ্য বলে যে, মৌলিক সংখ্যার ধারা অবাধভাবে পাটিগণিতীয় প্রগ্রমণে পাওয়া যেতে পারে। অন্য কথায়, kটি পদ নিয়ে পাটিগণিতীয় প্রগ্রমণ থাকবে, যেখানে k যেকোনো একটি স্বাভাবিক সংখ্যা। এই প্রমাণটি Szemerédi's theorem এর বর্ধিত রূপ।

২০০৬ সালে টেরেন্স টাও এবং টামার জিগনার বহুপদী প্রগমণকে বর্ণনা করতে এই ফল ব্যবহার করেছিলেন।[]

সংখ্যাতাত্ত্বিক কাজ

[সম্পাদনা]

আরো দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Green, Ben; Tao, Terence (২০০৮), "The primes contain arbitrarily long arithmetic progressions", Annals of Mathematics, 167 (2): 481–547, arXiv:math.NT/0404188অবাধে প্রবেশযোগ্য, ডিওআই:10.4007/annals.2008.167.481 .
  2. Tao, Terence; Ziegler, Tamar (২০০৮), "The primes contain arbitrarily long polynomial progressions", Acta Mathematica, 201: 213–305, arXiv:math.NT/0610050অবাধে প্রবেশযোগ্য, ডিওআই:10.1007/s11511-008-0032-5 .