গ্রে রয়্যাল | |
---|---|
জন্ম নাম | গ্রে রওয়েল |
জন্ম | চায়না গ্রোভ, নর্থ ক্যারোলাইনা |
পেশাদারি কুস্তি ক্যারিয়ার | |
রিংয়ে নাম | গর্জিয়াস গ্রে ক্রুয়েল কানেকশন ১ সুপার ডেস্ট্রয়ার গ্ল্যাডিয়েটর #১ |
কথিত উচ্চতা | ১.৮০ মিটার |
কথিত ওজন | ১০০ কেজি[১] |
অভিষেক | ১৯৮০[১] |
গ্রে রওয়েল (ইংরেজি: Gary Rowell; যিনি "গর্জিয়াস" গ্রে রয়্যাল নামে পরিচিত) একজন মার্কিন পেশাদার কুস্তিগির। ক্যারিয়ারের শুরুতে তিনি রিপ রজার্স ও পেজ হোয়াটলির সাথে কনভার্টিবল ব্লন্ডস নামক হিলের সদস্য ছিলেন।[২]
গ্রে রয়্যাল-এর প্রোফাইল: কেজম্যাচ.নেট, রেসলিংডাটা.কম, ইন্টারনেটের রেস্টলিং ডাটাবেস