গ্রেইস ভেন্ডারওয়্যাল | |
---|---|
![]() | |
প্রাথমিক তথ্য | |
জন্ম | [১] লেনেক্সা, ক্যানসাস, মার্কিন যুক্তরাষ্ট্র | ১৫ জানুয়ারি ২০০৪
উদ্ভব | সাফার্ণ, নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র |
পেশা | গায়িকা-গীতিকার |
বাদ্যযন্ত্র |
|
লেবেল | কলাম্বিয়া |
ওয়েবসাইট | gracevanderwaalofficial |
গ্রেইস ভেন্ডারওয়্যাল[২] (জন্ম জানুয়ারী ১৫, ২০০৪)[১] হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক রাজ্য এর সুফার্ন গ্রাম থেকে আগত একজন মার্কিন গায়িকা এবং গীতিকার, যিনি খুব কম বয়সে বহিঃবিশ্বের নজরে আসেন। তিনি তার স্বতন্ত্র কণ্ঠস্বরের জন্য পরিচিত এবং মাঝে মধ্যে তিনি তার সাথে উইকেলেলে নামক বাদ্যযন্ত্র নিয়ে সহাগমন করে থাকেন।
ভেন্ডারওয়্যাল, জনপ্রিয় ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউব-এ তার গাওয়া নিজেস্ব গান এবং কভার গান সমূহ পোষ্ট করার মাধ্যমে এবং তার নিজ শহরের নিকটস্থ নাইটক্লাব সমূহে সরাসরি গান পরিবেশন করার মাধ্যমে তার সঙ্গীতের কর্মজীবন শুরু করেন। ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে, মাত্র ১২ বছর বয়সে মার্কিন টেলিভিশন চ্যানেল এনবিসি'তে প্রচারিত প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান আমেরিকা'স গট টেলেন্ট (এজিটি) এর একাদশতম সিজন-এ তার নিজেস্ব গান পরিবেশন করার মাধ্যমে বিজয়ী হন। ২০১৬ সালের ডিসেম্বর মাসে, রেকর্ড লেবেল কলাম্বিয়া রেকর্ডস এর মাধ্যমে তিনি তার প্রথম ইপি বা ছোট অ্যালবাম পারফেক্টলি ইমপারফেক্ট প্রকাশ করেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাডা রাজ্যের প্যারাডাইস শহরের ল্যাস ভেগাস স্ট্রিপ নামক স্থানে অবস্থিত প্লেনেট হলিউড রিসোর্ট এন্ড ক্যাসিনো, ম্যাডিসন স্কয়ার গার্ডেন এ গান পরিবেশন করেছেন, এছাড়াও ২০১৭ সালে অস্ট্রিয়া'তে অনুষ্ঠিত ২০১৭ স্পেশাল অলিম্পিকস ওয়াল্ড উইন্টার গেমস-এর উদ্বোধনী এবং সমাপনী দিনে গান পরিবেশন করেছেন, এবং বিভিন্ন কল্যাণমূলক কনসার্টে, আস্টিন সিটি ফেস্টিবাল সহ আরো কয়েকটি টকশোতেও গান পরিবেশন করেছেন। ২০১৭ সালে তিনি সেরা গায়ক/গায়িকার জন্য রেডিও ডিজনি মিউজিক অ্যাওয়ার্ডস-বিভাগে রেডিও ডিজনি মিউজিক অ্যাওয়ার্ডস এবং একটি টিন চয়েজ অ্যাওয়ার্ড পুরস্কার জিতেছেন, এছাড়াও তিনি বিলবোর্ড ম্যাগাজিনের করা ২১ বছরের নিচেরদ্রুত ক্রমবর্ধনশীল সঙ্গীত তারকার তালিকায় দুবার স্থান পেয়েছেন, এবং ২০১৭ বিলবোর্ড উইম্যান ইন মিউজিক রাইজিং অ্যাওয়ার্ড পুরস্কারও জিতে নেন।
২০১৭ সালের নভেম্বর মাসে, ভেন্ডারওয়্যাল তার প্রথম পূর্ণ দৈর্ঘ্যের অ্যালবাম, জাস্ট দ্য বিগেনিং প্রকাশ করেন, এবং তার প্রথম কোন সফরের মাধ্যমে কনসার্ট চালু করেন।
২০১৮ সালের ৩০ মার্চ তিনি 'ক্লিয়ারলি' নামের নতুন সিঙ্গেল গান প্রকাশ করেন ।
ভেন্ডারওয়্যালের জন্ম, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যান্সাস রাজ্যের ক্যান্সাস শহর-এর কাছে, টিনা এবং ডেভিড ভেন্ডারওয়্যাল দম্পতির পরিবারে, তারা সেই সময়কালে মূলত ক্যান্সাস শহরের মেট্রোপোলিটন অঞ্চলের লেনেক্সা নামক শহরে বসবাস করতেন। তার পিতা ডেভিড ডাচ্-দের বংশধর[৩] এবং তিনি বিশ্ববিখ্যাত জনপ্রিয় বহুজাতিক ইলেকট্রনিক্স সামগ্রীর প্রতিষ্ঠান এলজি ইলেকট্রনিক্স এর বাজারজাতকরণ বিভাগের উপ-সভাপতি হিসেবে কাজ করেন।[৪][৫] ভেন্ডারওয়্যাল নিউ ইয়র্ক শহরের সুফার্ন গ্রামে চলে আসেন,[৬] যেখানে তিনি তার পিতা-মাতা এবং বড় বোনের সাথে বসবাস করেন;[৭] এছাড়াও তার একজন বড় ভাই'ও রয়েছে।[৮] আমেরিকা'স গট টেলেন্ট প্রতিযোগিতাটি জেতার পর, ভেন্ডারওয়্যাল গৃহ-শিক্ষা কার্যক্রমের আওতাভুক্ত হন এবং অনলাইন-শিক্ষা কার্যক্রমে ৭ম গ্রেডে নিজের নাম তালিকাভুক্ত করেন[৯][১০] কিন্ত পরবর্তীতে একটি স্কুলে ৮ম গ্রেডে পড়াশোনা করার মাধ্যমে তিনি সাধারণ স্কুল জীবনে ফেরেন। [৫][১১]
সাল | পুরস্কার | বিভাগ | ফলাফল |
---|---|---|---|
২০১৫ | আমেরিকা'স গট টেলেন্ট | বিজয়ী | |
রেডিও ডিজনি মিউজিক অ্যাওয়ার্ডস | সেরা নতুন গায়িকা | বিজয়ী | |
২০১৭ | একুয়েস্টিক মিউজিক অ্যাওয়ার্ডস | সেরা নারী গায়িকা | মনোনীত |
টিন চয়েজ অ্যাওয়ার্ডস | বাছাই নেক্সট বিগ থিং | বিজয়ী | |
বিলবোর্ড উইম্যান ইন মিউজিক ২০১৭ | রাইজিং স্টার অ্যাওয়ার্ড | বিজয়ী |
শিরোনাম | বিস্তারিত | তালিকায় অবস্থান | |||||
---|---|---|---|---|---|---|---|
মার্কিন যুক্তরাষ্ট্র [১২] |
অস্ট্রেলিয়া [১৩] |
কানাডা [১৪] |
বেলজিয়াম (এফএল) [১৫] |
বেলজিয়াম (ডব্লিউএ) [১৬] |
জাপান [১৭] | ||
জাস্ট দদ্য বিগেনিং |
|
২২ | ৬০ | ২০ | ১১৮ | ১০৭ | ৩৭ |
শিরোনাম | ইপির তথ্য | তালিকায় অবস্থান | |
---|---|---|---|
মার্কিন যুক্তরাষ্ট্র [১২] |
কানাডা [১৮] | ||
পারফেক্টলি ইমপাফেক্ট |
|
৯ | ১১ |
শিরোনাম | সাল | তালিকায় অবস্থান | অ্যালবাম | |||
---|---|---|---|---|---|---|
মার্কিন যুক্তরাষ্ট্র বাব. [১৯] |
অস্ট্রেলিয়া [২০] |
বেলজিয়াম (ডব্লিউএ) টিপ [১৬] |
জাপান [২১] | |||
"আই ডোন্ট ক্নো মাই নেইম" | ২০১৬ | ২২৪ | ৮২ | — | — | পরফেক্টলি ইমপারফেক্ট |
"মুনলাইট" | ২০১৭ | — | — | ৩ | — | জাস্ট দ্য বিগেনিং |
"সো মাচ মোর দেন দিস” | — | — | — | ৪৩ | ||
<ref>
ট্যাগ বৈধ নয়; earn2
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি<ref>
ট্যাগ বৈধ নয়; Mallenbaum
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি<ref>
ট্যাগ বৈধ নয়; Billboard200Hist
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি