![]() | এই জীবিত ব্যক্তির জীবনীমূলক নিবন্ধটির তথ্য যাচাইয়ের জন্য অতিরিক্ত সূত্র থেকে উদ্ধৃতিদান করা প্রয়োজন। |
গ্রেগরি বেনফোর্ড | |
---|---|
![]() | |
জন্ম | মোবাইল, অ্যালাবামা | ৩০ জানুয়ারি ১৯৪১
পেশা | লেখক |
জাতীয়তা | ![]() |
ধরন | বিজ্ঞান কল্পকাহিনী |
উল্লেখযোগ্য রচনাবলি | Galactic Center Saga novels |
ওয়েবসাইট | |
http://www.gregorybenford.com/ |
গ্রেগরি বেনফোর্ড (জন্ম: জানুয়ারি ৩০, ১৯৪১) একজন মার্কিন বিজ্ঞান কল্পকাহিনী লেখক এবং জ্যোতিঃপদার্থবিজ্ঞানী। তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, আরভিনের পদার্থবিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। বিজ্ঞান কল্পকাহিনীর জগতে বেনফোর্ড সবচেয়ে পরিচিত তার গ্যালাক্টিক সেন্টার সাগা সিরিজের উপন্যাসগুলোর মাধ্যমে। ১৯৭৭ সালে ওসিয়ান অফ নাইট উপন্যাসটির মাধ্যমে তিনি এই সিরিজ শুরু করেছিলেন। এই নিরিজে এমন একটি ছায়াপথের কাহিনী বলা হয়েছে যেখানে সচেতন জীব সম্প্রদায়ের সাথে সচেতন যান্ত্রিক সম্প্রদায়ের যুদ্ধ চলছে।
বেনফোর্ড ১৯৬৩ সালে ওকলাহোমার নরমানে অবস্থিত ওকলাহোমা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান ডিয়েগো থেকে ১৯৬৫ সালে মাস্টার্স এবং ১৯৬৭ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৬৭ সালেই তিনি "জোয়ান অ্যাবি"-কে বিয়ে করেন।[১]
বেনফোর্ডের এক যমজ ভাই রয়েছে যে দেখতে হুবহু তারই মত। তার নাম "জিম বেনফোর্ড"। বিভিন্ন বিজ্ঞান কল্পকাহিনী গল্প উই ভাই মিলে লিখেছেন। তারা দুজনেই ফ্যানডমের মাধ্যমে তাদের বিজ্ঞান কল্পকাহিনী বিষয়খ লেখালেখি শুরু করেছিলেন।